শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
মাদক মামলায় ২৫ দিন জেল বন্দী থাকার পরে ২৮ অক্টোবর, বৃহস্পতিবার জামিন মঞ্জুর হয় শাহরুখ পুত্র আরিয়ান খানের। তবে জামিন পেলেও আদালতের সেই নির্দেশের প্রতিলিপি শুক্রবার পাওয়ার পরই জেল থেকে বাড়ি ফিরতে পারবেন আরিয়ান। কিন্তু জামিনে মুক্ত হলেও এনসিবির তরফে বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে, জেল থেকে বেরিয়ে সেই কাজগুলি থেকে বিরত থাকতে হবে আরিয়ানকে।
১) বিদেশ ভ্রমণঃ বিশেষ আদালতের কাছে পাসপোর্ট জমা রাখতে হবে আরিয়ানকে, এনসিবি-র নির্দেশে বলা রয়েছে, ‘অভিযুক্ত বিশেষ অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না।’
২) দেশের মধ্যে অবাধ গতিবিধি: দেশের মধ্যেও অবাধ গতিবিধি থাকবে না আরিয়ানের। মুম্বাই থেকে অন্য কোথাও যেতে হলে তদন্তকারী অফিসারকে জানাতে হবে।
৩) মামলার বিষয়ে বিবৃতিতে নিষেধাজ্ঞাঃ জেল থেকে বেরিয়ে সংবাদমাধ্যম এবং নেটমাধ্যম কোথাও মাদক-মামলার বিষয়ে কোন বিবৃতি দিতে পারবেন না বা লেখালিখি করতে পারবেন না।
৪) সহ-অভিযুক্তদের সঙ্গে যোগাযোগে নিষেধাজ্ঞাঃ জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে সহ-অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না আরিয়ান। ফোন বা অন্য কোনও ভাবে যোগাযোগেই নিষেধাজ্ঞা আরোপ করেছে এনসিবি।
আরও পড়ুনঃ আদালতের রায়ে স্বস্তিতে এনসিবি কর্তা, গ্রেপ্তার করতে হলে দিতে হবে ৩ দিনের আগাম নোটিস
এছাড়াও সব মামলার ক্ষেত্রেই প্রযোজ্য নিষেধাজ্ঞাগুলি থাকছেই অর্থাৎ প্রমাণ নষ্ট করা, সাক্ষীকে প্রভাবিত করা, তদন্তে অসহযোগিতা করা এর কোনটিই করতে পারবেন না তিনি। এরপরে জামিনের নির্দেশের কপি জেল কর্তৃপক্ষের কাছে পৌঁছনোর পরই শুরু হবে আরিয়ানের জেল থেকে বেরনোর প্রক্রিয়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584