নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনার অ্যান্টিবডি তৈরি নিয়ে সম্প্রতি সেরো সার্ভে হয়েছে দিল্লিতে। সেই সার্ভের রিপোর্ট অনুযায়ী, অর্ধেকেরও বেশি দিল্লিবাসীর শরীরে করোনা অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে। বর্তমানে অন্তত ৫৬.১৩ শতাংশ মানুষের দেহে করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে। এই নিয়ে দিল্লিতে পঞ্চমবার সেরো সার্ভে হল।
এই তথ্য থেকে যা জানা গিয়েছে তাতে একটা বিষয়ে আশা করাই যায় যে, দু’ কোটির শহর দিল্লিতে ক্রমে হার্ড ইমিউনিটি তৈরি হওয়া শুরু হয়েছে। উত্তর দিল্লির বাসিন্দাদের মধ্যে অ্যান্টিবডি তৈরির হার কম। ৪৯ শতাংশ বাসিন্দাদের শরীরে সেখানে অ্যান্টিবডি মিলেছে।
আরও পড়ুনঃ হাসপাতালে ভরতি হয়েও শেষরক্ষা হল না, রোগী মৃত্যুতে কাঠগড়ায় এসএসকেএম
আর দক্ষিণ-পূর্ব দিল্লিতে ৬২.১৮ শতাংশ বাসিন্দার শরীরে অ্যান্টিবডি মিলেছে। এদিন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন এমনটাই জানিয়েছেন। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৫ থেকে ২৩ জানুয়ারি ২৮ হাজার জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যদিও এখনও সতর্ক থাকতে হবে মানুষকে।
আরও পড়ুনঃ জাপান সরকারের আশ্বাস, অলিম্পিক এই বছর টোকিওতেই
দিল্লিতে প্রথম সেরো সার্ভে করা হয়েছিল ২৭ জুন থেকে ১০ জুলাইয়ের মধ্যে। দিল্লি সরকারের পাশাপাশি এই কাজে সাহায্য করেছিল ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল। ২১, ৩৮৭ জনের মধ্যে করা সেই সেরো সার্ভেতে দেখা গিয়েছিল ২৩ শতাংশ মানুষের মধ্যে করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584