নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ভারতীয় ইউনিভার্সিটি গুলোর মধ্যে থেকে একমাত্র আইআইএসসি প্রথম ৩০০-র মধ্যে জায়গা পেলো, টাইমস হায়ার এডুকেশনের ওয়ালর্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২১ এ।

৬৩টি ভারতীয় বিশ্ববিদ্যালয় যোগ্যতার বিচারে নির্বাচিত হয়েছিল, আইআইটি দিল্লি, বম্বে, মাদ্রাজ দেশের মধ্যে তালিকার শীর্ষস্থানীয় হলেও এখানে ওপরের দিকে কোনো স্থানই অধিকার করতে পারেনি। একমাত্র আইআইএসসি প্রথম ৩০০-র মধ্যে রয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হল চিনের শিংহুয়া বিশ্ববিদ্যালয় দক্ষিণ এশিয়ার দেশগুলির মান রক্ষা করে উঠে এসেছে প্রথম কুড়ির মধ্যে।
আরও পড়ুনঃ উদ্ভাবনী তালিকায় প্রথম ৫০-এ ভারত
যুক্তরাজ্য উচ্চশিক্ষায় তার স্থান ধরে রেখেছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি টানা পাঁচ বছর প্রথম স্থানেই রয়েছে। তবে অন্যান্য পাঁচটি বিশ্ববিদ্যালয়ের মানের গুনগত কোনো পরিবর্তন হয়নি বলেই এই ফলে দেখা গেছে অর্থাৎ তারা ওপরের দিকে এগোতে পারেনি।
আরও পড়ুনঃ চালু হচ্ছে কলকাতা-লন্ডন বিমান পরিষেবা, শুরু হয়েছে বুকিং
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও অবস্থা কিছুটা এক রকম হলেও সেদেশের প্রথম ২০টি বিশ্ববিদ্যালয়ের অবস্থান নিম্নমুখী। বরং চিন প্রথম কুড়ির মধ্যে উঠে আসা এই দুটি দেশকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিলো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584