কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রাক্তন আফগান অধিনায়ক আসগর আফগান। ৩৩ বছর বয়স্ক এই মিডল অর্ডার ব্যাটসম্যান রবিবার আইসিসি টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের নামিবিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচ খেলতে নামেন। আফগান দলের সতীর্থরা আফগানকে গার্ড অব অনার দেন।
ম্যাচের ১১ ওভারে মাথায় রহমানুল্লাহ গুরবাজ আউট হতেই ব্যাট হাতে নেমে নামে মোহাম্মাদ আজগর আফগান সেই সময় নামিবিয়া ক্রিকেটারা হাততালি দিয়ে অভিবাদন জানায়। ক্যারিয়ারের শেষ ম্যাচে মাত্র ২৩ বলে ৩১ রান করেন। ম্যাচের শেষে সতীর্থরা ও উপস্থিত দর্শকরা ‘সেলাম সেলাম’ বলে চিৎকার করতে থাকে।
Atal Asghar Afghan cried after leaving cricket forever
you are the real hero of afghan team
Thank you for your service to Afghanistan
Proud of you! pic.twitter.com/wWklaHI9Qh— Nisar Afghan (@NisarAfghan47) October 31, 2021
#Afganistan #Cricket
Afghanistan Cricket Board has stripped Asghar Afghan of the national team captaincy, blaming him for losing the Test match against Zimbabwe https://t.co/aztxqHcJA0https://t.co/aztxqHcJA0— Sports Mine (@sp0rts_mine) May 31, 2021
৩৩ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান-এর আসল নাম মোহাম্মদ আসগার স্টানকিজাই। ২০০৯ সালে স্কটল্যান্ড এর বিরুদ্ধে বেনোনিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। তারপর থেকেই আফগান ক্রিকেটের মিডল অর্ডারের প্রধান স্তম্ভ ছিলেন।
আরও পড়ুনঃ আইপিএলের মেগা নিলাম আগামী ডিসেম্বর
আসগর আফগানির আন্তর্জাতিক ক্যারিয়ারের ছটি টেস্টে ৪৪০ রান করেন। সর্বোচ্চ ১৬৪ রান। একদিনের ম্যাচে ২৪২৪ রান করেন, সর্বোচ্চ ১০১ রান এবং ৭৫টি টি-টোয়েন্টি ম্যাচে ১৩৮২ রান করেন এবং সর্বোচ্চ রান ৬২ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তানের সফলতম অধিনায়ক আসগর আফগানির ৫১ টি ম্যাচে জয় ৪১ টি ম্যাচে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584