“ওঁদের কাছে গান নেই, তাই আমাদের গাওয়া গান গাইছেন”- আশা ভোঁসলে

0
146

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

‘ইন্ডিয়ান আইডল ১২’র প্রতিযোগীদের গানের মান নিয়ে কদিন আগে সমালোচনায় সোচ্চার হয়েছিলেন অমিত কুমার। এমনকী হিমেশ রেশমিয়া এবং নেহা কক্করের গানও ভাল লাগেনি তাঁর। তিনি নিজেই এক সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন তিনি নাকি চ্যানেল মঞ্চে হাজির থাকার জন্য টাকা দিয়েছিল বলেই প্রশংসা করেন প্রতিযোগীদের।

Asha Bhosle | newsfront.co

কিন্তু ওই গান কানে নিয়ে বসে থাকতে পারছিলেন না তিনি। অপেক্ষা করছিলেন কখন শুটিং শেষ হবে। সেদিন কিশোর কুমারের স্পেশাল এপিসোড ছিল। তাই তাঁকে হাজির থাকতে হয়। কিন্তু মনের সত্যি কথাটা চেপে রাখতে পারেননি তিনি। আর এবার এই নিয়ে মুখ খুললেন আশা ভোঁসলে।

আরও পড়ুনঃ ‘ইন্ডিয়ান আইডল’-এর মান নিয়ে আশাহত অমিত কুমার

নেটমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্ডিয়ান আইডল প্রসঙ্গে আশা ভোঁসলে বলেছেন- “ওঁদের কাছে গান নেই, তাই আমাদের গাওয়া গান গাইছেন।” তবে নতুন প্রজন্মের শিল্পীদের উৎসাহও দিয়েছেন তিনি। আশা জানিয়েছেন যে, সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির উন্নতি কাম্য। নতুন প্রজন্ম তা কাজেও লাগাচ্ছে। স্বর্ণযুগের গানকে ভেঙেচুরে নেচে গেয়ে নয়া প্রজন্মের শিল্পীরা পরিবেশন করছে তাও মেনে নিতে অসুবিধা নেই তাঁর।

আরও পড়ুনঃ করোনা আক্রান্তদের জন্য অনীকের অনন্য উদ্যোগ

কিংবদন্তি গায়িকার বক্তব্য- “এটাই আমার কাছে আনন্দ ও গর্বের বিষয় যে এখনও পুরোনো দিনের গানকে আঁকড়ে ধরে থাকতে হচ্ছে নয়া প্রজন্মকে। তা সে যেভাবেই গাওয়া হোক না কেন! এ বড় গর্বের আমাদের প্রজন্মের শিল্পীদের কাছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here