তমলুকে জেলা স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ আশা কর্মীদের

0
83

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

রাজ্য সরকারের বিরুদ্ধে এবার বিক্ষোভে নামলেন আশা কর্মীরা। মঙ্গলবার পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে তমলুক ব্লকের জেলা স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ দেখালেন জেলার আশা কর্মীরা।

Asha workers | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গিয়েছে, অবসরকালীন আশা কর্মীদের ভাতা প্রদান,ন্যূনতম মাসিক ২১হাজার টাকা বেতন, পিএফ, বোনাস সহ একাধিক দাবিতে জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে একটি লিখিত ডেপুটেশন জমা দেন তারা।

আরও পড়ুনঃ বেলদায় বন্দুক দেখিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত হুঁশিয়ারি দিলেন এক আশা কর্মী, তার বক্তব্য, রুটিন ছাড়াও আরও অনেক কাজ তাদের দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ আত্রেয়ী খাঁড়িতে বাঁধের দাবিতে বালুরঘাটে ডেপুটেশন

তিনি বলেন, “যতদিন না আমাদের দাবি মানা হচ্ছে ততদিন আমরা এই আন্দোলনে অনড় থাকব, প্রয়োজন হলে স্বাস্থ্য ভবন ও দিল্লিও যেতে রাজি আমরা।” দাবিগুলি যদি না মানা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামার প্রক্রিয়া শুরু করবে বলে জানায় আশা কর্মীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here