মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান আশা কর্মীদের

0
58

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

একদিকে যখন মহামারী নোভেল করোনা ভাইরাসের মোকাবিলায় সারা দেশজুড়ে চলছে লকডাউন, সেই পরিস্থিতিতে আর্থিক সমস্যার মধ্যে পড়তে হয়েছিল সাধারণ মানুষকে,তার মধ্যে সুপার সাইক্লোন আমপানের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ। ফলে গোদের উপর বিষফোঁড়ার মত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

Donation | newsfront.co
নিজস্ব চিত্র

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিলে আর্থিক অনুদানের মধ্য দিয়ে এইসব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়ালো আশা কর্মীরা। পূর্ব মেদিনীপুর জেলার ১৪ টি ব্লকের আশা কর্মী ও সুপারভাইজার সহ মোট ২০২৪ জন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দু’লক্ষ ৩ হাজার টাকা আর্থিক অনুদান করলেন।

আরও পড়ুনঃ গ্রামবাসীদের উদ্যোগে কোয়ারেন্টাইন সেন্টার ও খাবার বিতরণ

বৃহস্পতিবার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মন্ডলের হাতে এদিন আশা কর্মী ও সুপারভাইজাররা এই চেক তুলে দেন। সারা বছর ধরে গ্রামে গ্রামে ঘুরে আশা কর্মীরা যে কাজ করে থাকেন, সে কাজের দরুন সামান্যটুকু বেতন পান এই সব আশা কর্মীরা। তবে এই সামান্যটুকু বেতন প্রাপ্ত কর্মীরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সহযোগিতা করায় খুশি প্রশাসন থেকে সাধারণ মানুষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here