বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
রবিবার বিজেপের এক দলীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যর ভাইপো অর্কদীপ ভট্টাচার্যের হাতে দলীয় পতাকা তুলে দেন দার্জিলিং জেলার বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। এরপর অর্কদীপ সাংবাদিক মুখোমুখি হয়ে বলেন যে প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েছি।
আর ঠিক আর তার ১২ ঘণ্টার মধ্যেই দল ছেড়ে দিলেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র অশোক ভট্টাচার্যর ভাইপো অর্কদীপ ভট্টাচার্য। এরপরেই প্রকাশ্যে আনলেন এক মুচলেকা। তাতে লেখা আমি অর্কদীপ ভট্টাচার্য কিছু মিডিয়াতে বলা হচ্ছে যে আমি বিজেপিতে যোগদান করেছি।
আরও পড়ুনঃ নগর কলেজে গ্রামীন চিকিৎসক সংগঠনের বাৎসরিক সম্মেলন
এই কথা সত্য নয়। ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। আমি সক্রিয়ভাবে কোনওদিন রাজনীতি করিনি। আর আগামীতেও করব না। এই বিষয়ে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ রায় চৌধুরি বলেন, বেশ অর্কদীপ অনেকদিন ধরেই আমাদের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখে ছিলেন। এবং অর্কদীপ স্বেচ্ছায় দলে যোগ দিয়েছেন।
তবে এখন অশোকবাবু অর্থাৎ তাঁর জেঠুর চাপে পড়ে দল ছাড়ার কথা বলছেন। তার উপর মাসিক চাপ সৃষ্টি করছে। আর ভিডিওতে তা স্পষ্ট বোঝা যাচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584