দিগন্তের বিস্তৃত আকাশ বার বার হাতছানি দেয়
এসো উদারতায় ভরিয়ে দিই স্নেহময়ী পৃথিবীর বুক
যামিনীকে আলোকিত করুক শশী
এসো মানুষ! মানুষকে ভালোবাসি।
রয়েছে আরো কত স্বপ্ন পাখির গুঞ্জনে।
কিন্তু এই পুরুষ শাসিত উলঙ্গ সমাজে,
ভালবাসা আজ আর আসেনা
সেই মনের গহীনের সুপ্ত স্বপ্ন,
আজ জর্জরিত ক্ষত বিক্ষত রক্তাক্ত
নির্লজ্জতায় শেষ সীমানায়!
নিশিতে হিংস্র নিশাচরের লালসায় গ্রাস করে
যৌবনের নগ্ন অভিশাপ
প্রভাতের নিষ্পাপ ফুলের শিশুর
ছিন্ন বস্ত্র, রক্তাক্ত স্নানে ম্লান স্বপ্ন।
কুলাঙ্গারে দৃষ্টি নেকড়ের চেয়েও ভয়ঙ্কর!
বোনটি ভাবতে পারেনি!
ভাবতেই পারেনি কষাইয়ের হিংস্রতায়
স্বপ্ন রক্ত হয়ে লুটিয়ে পড়বে পাথরের কুঠারাঘাতে
চিৎকার বার বার চিৎকার ছেড়ে দাও ভাই
খুব কষ্ট হচ্ছে, মরেই যাব…..!
তার পর তার পর নিঃশব্দ ….
অশ্রু ঝরে ঝরে ….
আমি ভাষাহীন ….
ভালোথাকিস বোন
বাঁচাতে পারিনি পারলে ক্ষমা করে দিস
এ পৃথিবী বিবেক হয়ে উঠলে ফিরে আসিস
আসিফা….
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584