নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনা মহামারীর দাপটে জেরবার গোটা বিশ্ব। ভারতের প্রতিটি রাজ্যে বিরাজমান কোভিড-১৯। পশ্চিমবঙ্গেও জাঁকিয়ে বসেছে এই মারণ ভাইরাস। ক্রমশ বাড়ছে সংক্রমিতের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও।
এহেন পরিস্থিতির কথা মাথায় রেখেই ১ আগস্ট ইদুজ্জোহা উপলক্ষে পশু কোরবানির ক্ষেত্রে সতর্কতা মেনে চলার নিদান দিল সংখ্যালঘু ধর্মীয় সংগঠন জমিয়তে উলেমায়ে হিন্দ। সংগঠনের রাজ্য কমিটির বৈঠকের পর সভাপতি তথা মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রীসভার অন্যতম সদস্য সিদ্দিকুল্লা চৌধুরী এক বিবৃতিতে জানিয়েছেন, এবার সরকারি স্বাস্থ্যবিধি মেনে সারতে হবে ইদের নামাজ পাঠ এবং কোরবানির কাজ।
আরও পড়ুনঃ মসজিদে নয় ইদ জামাত, সন্মতি ইমামদের
ওইদিন কোথাও অযথা ভিড় করা যাবে না। পাশাপাশি অন্য সম্প্রদায়ের মানুষের আবেগকে মর্যাদা দিতে যথাসম্ভব ঘেরা জায়গার মধ্যে কোরবানির কাজ সারতে হবে। তিনি আরও কড়া নির্দেশ দেন যে, যাবতীয় জঞ্জাল প্রকাশ্যে যত্রতত্র ফেলা যাবে না।
আরও পড়ুনঃ তবলিঘি জমায়েতে যোগ দেওয়া ৫৩ জন বিদেশী নাগরিক দেশে ফিরলেন
নামাজ ও কোরবানি নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনার ভিত্তিতে সমঝোতা করার কথাও বলেছেন তিনি। ফলে কোভিড পরিস্থিতির কারণে এবারের ইদুজ্জোহা যে একেবারে অন্যরকমভাবে পালিত হবে তা আর বলার অপেক্ষা রাখে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584