মনিরুল হক,কোচবিহারঃ
গতকাল ঘোষণা হয়েছে লোকসভার নির্বাচনের নির্ঘন্ট।সেই দিনক্ষণ প্রকাশের ২৪ ঘন্টার মধ্যেই অসম-বাংলা সীমান্তে কড়া নজরদারি শুরু করল কোচবিহার জেলা পুলিশ।আজ অসম-বাংলা সীমান্তের ছাগলিয়ায় নজরদারি বাড়ানো হয়েছে।
পাশাপাশি অসম থেকে আসা বিভিন্ন গাড়ি দাঁড় করিয়ে চেকিং করা হয়।আর এক মাস পরেই কোচবিহার ও আলিপুরদুয়ার কেন্দ্রের লোকসভা নির্বাচন।তার আগে নিরাপত্তার কোনও খামতি রাখতে চাননা কোচবিহার জেলা পুলিশের কর্তারা। ইতিমধ্যেই কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে জেলা পুলিশ।উল্লেখ্য,পঞ্চায়েত নির্বাচনের আগে কোচবিহার জেলা রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে জেলার দিনহাটা,সিতাই সহ বিভিন্ন এলাকা।ইতিমধ্যেই জেলা পুলিশ সুপার অভিষেক গুপ্তা ঘোষণা করেছেন অস্ত্র মুক্ত করা হবে কোচবিহারকে।সেই লক্ষ্যে কাজ হয়েছে অনেকটাই।অসম বাংলা সীমান্তে তুফানগঞ্জ আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত।
আরও পড়ুনঃ সেনাদের ছবি ব্যবহার করে ভোট প্রচারে নিষেধাজ্ঞা, কড়া বার্তা নির্বাচন কমিশনের
ভিন রাজ্য থেকে দুষ্কৃতীরা প্রবেশ করে রাজ্যের কোচবিহার জেলায় যাতে অশান্তি তৈরি করতে না পারে তার জন্যেই নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা হয়েছে।কোচবিহারের পুলিশ সুপার জানিয়েছেন, সামনে লোকসভা নির্বাচন তাই আন্তঃরাজ্য সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584