নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
সত্যি আইপিএলে অনেক কিছু সম্ভব। এখানে কাশ্মীর থেকে কন্যাকুমারী এক হয়ে যায়। যেমন রবিবার শেষ বলে ছয় মেরে সানরাইজার্স হায়দ্রাবাদকে ৫ উইকেটে হারানোর পরে দুবাইয়ের মাঠে বিহু নাচলেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটার রিয়ান পরাগ। যা দেখে অনেকেই মজা পান।
এবার অসম ক্রিকেটার রিয়ানের বিহু নাচ দেখে প্রশংসা করলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। সোশ্যাল মিডিয়ায় তিনি রিয়ানের বিহু নাচের ছবি পোস্ট করে লিখলেন, ‘‘দুবাইয়ের মাঠে ক্রিকেট তো বটেই একই সঙ্গে অন্য রকম আনন্দ পেলাম ব্যাট হাতে নেচেও তুমি আমাদের মন ভরিয়েছো অসমের নাচ গোটা বিশ্বকে দেখানোর জন্য ধন্যবাদ তোমায়। তোমার জন্য সবাই গর্বিত রিয়ান। ‘
What an amazing show and performance by the highly talented @ParagRiyan! We are proud of you Champ. @rajasthanroyals#IPL2020 pic.twitter.com/DnopnTb0xA
— Sarbananda Sonowal (@sarbanandsonwal) October 11, 2020
রিয়ান তার নাচের এই কারণ হিসেবে জানান , ‘‘বিহু নাচ অসমের বহু দিনের ঐতিহ্য ও সংস্কৃতি। গ্যালারিতে অসমের কয়েকটা ছেলে ছিল সেটা তাঁদের জন্য ছিল। বাকিরা আনন্দ পেয়েছে তাতে আমি খুশি। ম্যাচ জিতিয়ে ওদের আনন্দ দিতে পেরে আমিও খুশি।“
আরও পড়ুনঃ এবছর হচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ
রাজস্থান অধিনায়ক স্টিভ স্মিথও রিয়ানের প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, ‘ওর ইনিংসটা শুধু দলকে জয় এনে দিলো না আমাদের হারানো আত্মবিশ্বাসটা বাড়িয়ে দিল.’’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584