নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
তালিবানদের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অসম পুলিশের হাতে গ্রেফতার ১৪ জন। তালিবানদের সমর্থন এবং কুড়ি বছর পরে তাদের আফগানিস্তান দখলকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ধৃতদের সকলেই।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, অসমের ১১টি জেলা থেকে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে তালিবানদের আফগানিস্তান দখল করাকে সমর্থন করার কারণে। একজন পদস্থ পুলিশ আধিকারিক জানান, ধৃত ১৪ জনের মধ্যে রয়েছে হাইলাকান্দি জেলার এক মেডিক্যাল ছাত্রও, তেজপুর মেডিক্যাল কলেজে এমবিবিএস পাঠরত তিনি। ওই পুলিশ আধিকারিক জানান, ধৃতদের কেউ বা সরাসরি তালিবানের সমর্থনে পোস্ট করেছেন, কেউ বা ভারত এবং জাতীয় সংবাদমাধ্যমের সমালোচনা করেছেন তালিবানদের সমর্থন না করার জন্য।
"Assam Police has arrested 14 persons for social media posts regarding Taliban activities that have attracted provisions of law of the land. People advised to be careful in posts/likes etc on social media platforms to avoid penal action," says GP Singh, Special DGP, Assam Police pic.twitter.com/T1Lzb1AH8R
— ANI (@ANI) August 21, 2021
অসম পুলিশের ওই আধিকারিকের কথায়,” এই পরিস্থিতিতে এজাতীয় পোস্টের ফলে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হতে পারে।“ সুত্র মারফত জানা গিয়েছে যে, অসম পুলিশের সাইবার সেল সর্বদা কড়া নজরদারি চালাচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে। সেই নজরদারির ফলেই গ্রেপ্তার করা হয়েছে এই ১৪ জনকে। অসম পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এই অভিযোগগুলি খতিয়ে দেখছে। অসম পুলিশের ডিআইজি ভায়োলেট বড়ুয়া জানান, অসম পুলিশ কড়া পদক্ষেপ নেবে তালিবানদের সমর্থনে সোশ্যাল মিডিয়া পোস্টের বিরুদ্ধে, তিনি এও বলেছেন এটি যে বিষয়টি জাতীয় সুরক্ষার সঙ্গে জড়িত।
@assampolice has arrested 14 persons for social media posts regarding Taliban activities that have attracted provisions of law of the land.People are advised to be careful in posts/likes etc on social media platforms to avoid penal action @CMOfficeAssam @DGPAssamPolice @HMOIndia pic.twitter.com/iQaKTXP74x
— GP Singh (@gpsinghips) August 21, 2021
অসম পুলিশের ডিআইজি রাজ্যবাসীকে এই বিষয়ে সতর্ক করে একটি টুইটও করেন। তাতে তিনি লিখেছেন, “ আমরা এই ধরণের পোস্টকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করছি। কারো যদি এম্ন কিছু চোখে পড়ে তাহলে অবিলম্বে আমাদের জানান।“
আরও পড়ুনঃ ভারতীয় দূতাবাসে হানা দেওয়ার পরই নীরবতা ভেঙ্গে তালিবানদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর
পুলিশ সুত্রে খবর, ১৭ থেকে ২০ টি সোশ্যাল মিডিয়া প্রোফাইল তাঁরা এ পর্যন্ত খুঁজে পেয়েছেন যেগুলি থেকে তালিবানদের সমর্থন করা হচ্ছে ও আফগানিস্তানে চলতে থাকা সন্ত্রাসবাদী কার্যকলাপকে সমর্থন করা হচ্ছে। পুলিশ এও জানিয়েছে যে পোস্টগুলি অসমের ১১টি জেলা থেকে পোস্ট করা হলেও প্রোফাইলের সন্ধান পাওয়া গিয়েছে যারা অসমের মানুষ হলেও বর্তমানে অন্যত্র থাকেন। একজন থাকেন দুবাইতে, আরেকজন আরব আমিরশাহি তে ও অন্যজন মুম্বাইতে। জানা গিয়েছে এই তিনজনের যাবতীয় তথ্য জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ, সমস্ত প্রাপ্ত তথ্য জানানো হবে কেন্দ্রের ইন্টেলিজেন্স ব্যুরোকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584