দেরাদূন ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমির শেরু তালিবান গোষ্ঠীর উচ্চ স্তরের নেতা, বিশ্বাসই হচ্ছে না সতীর্থদের

0
119

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্ট:

ছবি সৌজন্যে:abp

প্রায় এক সপ্তাহ হল, আফগানিস্তান তালিবানদের দখলে। তালিবানদের মূল সংগঠন চালান যেসব নেতারা তাঁদের সহজে প্রকাশ্যে দেখা যায় না। তবে কাবুল দখল করার পরে সেইসব মেঘনাদের ছবি প্রকাশ করে তালিবানরা। তাঁদের মধ্যেই একটি নাম ও ছবি দেখে আঁতকে উঠেছেন দেরাদূনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি (আইএমএ)-র ১৯৮২-র ব্যাচের অনেকেই।

অন্যান্য তালিবান নেতাদের নামের পাশে জ্বলজ্বল করছিল ‘শের মহম্মদ আব্বাস স্তানিকজাই’ নামটি, ইনিই দেরাদূনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমির ১৯৮২-র ব্যাচের সকলের প্রিয় ‘শেরু’। প্রথমটা চমকে উঠলেও বিশ্বাস করতে বাধ্য হয়েছেন সকলেই যে এই শের-ই অ্যাকাডেমির সতীর্থ ও শিক্ষকদের প্রিয় ‘শেরু’। ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডিএ চতুর্বেদী এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে, শেরুকে যখন তিনি দেখেছিলেন তখন তার মধ্যে কট্টরপন্থী চিন্তভাবনার কোন চিহ্নমাত্র ছিলোনা।

তখনকার সেই শেরু স্বভাবে ছিলেন অত্যন্ত মৃদুভাষী এক যুবক, সেখান থেকে তিনি কি ভাবে এক জন কট্টরপন্থী হয়ে উঠলেন, তা বুঝেই উঠতে পারছেন না কেউ। প্রায় ৪০ বছর আগে সূদূর আফগানিস্তান থেকে আসা সেই ‘শেরু’ -ই যে আজকের তালিবান নেতা তা মানতে মন চাইছে কারুরই।

১৯৮২ সালে দেরাদূনে সেনা অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিতে আসেন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র স্তানিকজাই। দেড় বছর সেখানে প্রশিক্ষণ নেওয়ার পর ফিরে যান আফগানিস্তানে। আফগান ন্যাশনাল আর্মি-তে লেফটেন্যান্ট হিসেবে যোগ দেন তিনি। সোভিয়েত-আফগান যুদ্ধে সামিল হন, তারপরে ইসলামিক লিবারেশন অব আফগানিস্তান-এর হয়েও যুদ্ধ করেন। ১৯৯৬-তে তালিবান যখন আফগানিস্তানে ক্ষমতায় আসে, সে সময় আফগানিস্তানের উপবিদেশ মন্ত্রীর হন। ২০১৫-য় কাতারে তালিবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান হিসেবে নিযুক্ত করা হয় তাঁকে। সেই ‘শেরু’ই এখন তালিবান সংগঠকদের উল্লেখযোগ্য এক নেতা।

আইএমএ-তে শেরুর এক সতীর্থ অবসরপ্রাপ্ত কর্নেল কেশর সিংহ শেখাওয়াত বলেন যে তাঁরাএক সঙ্গে সময় কাটিয়েছেন, সপ্তাহান্তে ঘুরতে গেছেন এমনকি হৃষিকেশে গঙ্গায় শেরুর সাঁতার কাটার একটি ছবির কথাও উল্লেখ করেন প্রাক্তন এই কর্নেল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here