সুদীপ পাল, বর্ধমানঃ
জুনিয়র চিকিৎসক নিগ্রহের অভিযোগ উঠল রোগীর পরিজনদের বিরুদ্ধে। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের রাধারানী ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে।
জানা যায়, রসুলপুর গ্রাম থেকে সাবির আলি নামে সর্পদষ্ট এক ব্যক্তিকে বর্ধমান মেডিকেলে আনা হয়। জরুরি বিভাগে দেখানোর পরে পাঠানো হয় রাধারানী ওয়ার্ডে।
জুনিয়ার চিকিৎসক স্মরজিৎ বন্দ্যোপাধ্যায়ের দাবি, রোগীকে ভর্তি করানোর পরে দেখা যায় তার নামে ভুল রয়েছে। জরুরী বিভাগ থেকে যে নথি পাঠানো হয়েছিল তাতে গোলমাল ছিল। রোগীর স্বার্থে তা ঠিক করার কথা বলা হলে রোগীর এক পরিজন তাঁকে নিগ্রহ করে বলে অভিযোগ। যদিও এই অভিযোগের কথা মানতে চাননি রোগীর পরিজনেরা।
তাঁরা জানান, নামের বানান ভুল আছে জানিয়ে চিকিৎসা শুরু করা হচ্ছিল না। তা নিয়ে কথা কাটাকাটি হয়।
পুলিশ দ্রুত বিষয়টিতে হস্তক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জুনিয়র চিকিৎসক হাসপাতালের সুপার প্রবীর সেনগুপ্ত-এর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। বর্ধমান থানার আইসি কাছে অভিযোগপত্রটি ‘এফআইআর’ করার জন্য পাঠান প্রবীরবাবু।
আরও পড়ুনঃ ছেলের চিকিৎসায় বিক্রি হয়ে গেছে বসত বাড়ির একাংশ, সাহায্য প্রত্যাশী পিতা
উল্লেখ্য, রাজ্যে এনআরএস কাণ্ডের পরে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তার বিষয়টি জোরদার করা হয়েছে। হাসপাতালে ডেপুটি সুপার অমিতাভ সাহা বলেন, রোগীর স্বার্থেই নথি ঠিক করার জন্য পরিজনদের জানিয়েছিলেন জুনিয়র চিকিৎসক। সে সময় তাঁকে নিগ্রহ করা হয়।
পুলিশ রোগীর আত্মীয়কে আটক করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584