স্কুল পড়ুয়াকে মারধোর, প্রতিবাদে অবরোধ, ধৃত ২

0
75

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

একাদশ শ্রেণির এক স্কুল ছাত্রকে বহিরাগতরা মারধোর করায় চিল্কিগড় ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশনের সামনে গিধনি-চিল্কিগড় রাস্তা অবরোধ করল ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। প্রায় এক ঘন্টা অবরোধের পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে।

chilkigarh iswar Chandra institution | newsfront.co
অবরোধ।নিজস্ব চিত্র

জখম ওই ছাত্রের নাম সঞ্জয় শীট। সঞ্জয়ের বাড়ি মুড়াকাটি গ্রামে। সে চিল্কিগড় ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশনের একাদশ শ্রেণির ছাত্র। ওই ঘটনায় পুলিশ দুই অভিযুক্তদের গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার স্কুল চলাকালীন এক ছাত্রের গলায় ব্যাথা হয়। টিফিনের সময় রহিম দিগার নামে ওই ছাত্রকে স্কুল কর্তৃপক্ষ চিল্কিগড় গ্রামীণ হাসপাতালে ওষুধ আনতে পাঠান।

আরও পড়ুনঃ সরকারি স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতার প্রতিবাদে ডেপুটেশন

রহিমের সঙ্গে গিয়েছিল তাঁর সহপাঠী সঞ্জয় শীট। ওষুধ নিয়ে ফেরারা সময় স্কুল গেটের বাইরে তিনজন যুবক সঞ্জয়কে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মারের চোটে সঞ্জয় অজ্ঞান হয়ে যায়।

সঞ্জয় বর্তমানে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here