আদিত্য চোপড়ার হাত ধরে ফের জাদু দেখাবে রাজ-সিমরন জুটি

0
70

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

১৯৯৫ সালে ভালোবাসার গল্প নিয়ে দর্শকের দরবারে হাজির হয়েছিল ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’। আর তারপরেই তৈরি হয়েছিল ইতিহাস। রোম্যান্টিক জগতে নস্ট্যালজিয়া স্মৃতি এই ছবি। যশ চোপড়া’র পরিচালনায় এই ছবি সুপারহিট হয়েছিল। ছবি মুক্তির পর থেকে ২৬ বছর পেরিয়ে গেলেও মুম্বইয়ের মারাঠা মন্দির প্রেক্ষাগৃহে এখনও চলছে তার প্রদর্শন।

DDLJ
ছবি সৌজন্যে : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

ট্রেনে আলাপ হয়েছিল রাজ-সিমরনের। তারপর নানা ঘটনা ঘটে যায়। একে অপরকে প্রায় সহ্য করতে পারতো না বললেই চলে। কিন্তু তাদের ভবিতব্য যে অন্য কথা বলছে, তা কে জানত? শেষে কিনা সিমরণের প্রেমের টানে সুদূর লন্ডন থেকে পাঞ্জাব পর্যন্ত চলে আসতে হয় রাজ-কে। হলুদ ফুলে ভরা সর্ষের ক্ষেতে প্রেমিকার জন্য দু’হাত ছড়িয়েছিল প্রেমিক রাজ। তাঁর এক হাতে ছিল ম্যান্ডোলিন, আরেক হাতে টুপি। আর রাজকে এভাবে দেখে দৌড়ে এসে প্রেমিকের কাছে ধরা দেন সিমরন।

হিন্দি সিনেমার এই রোম্যান্টিক ইতিহাসকে আরও একবার দর্শকের দরবারে নিয়ে আসতে চলেছেন প্রয়াত যশ চোপড়া’র পুত্র পরিচালক আদিত্য চোপড়া। আবারও তৈরি করা হবে ডিডিএলজে। তবে বড় পর্দা নয়, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ নিয়ে ব্রডওয়ে মিউজিক্যাল তৈরি করতে চলেছেন প্রয়াত যশ চোপড়ার পুত্র। যার নাম দেওয়া হয়েছে ‘কাম ফল ইন লাভ- দ্য ডিডিএলজে মিউজিক্যাল’। প্রযোজনার দায়িত্বে রয়েছে যশরাজ ফিল্মস।

আরও পড়ুনঃ হলিউড অভিনেতার হাতে থাকা নকল বন্দুক থেকে ছুটে গেল ‘আসল’ গুলি, শ্যুটিং ফ্লোরেই মৃত্যু চিত্রগ্রাহকের

ডিডিএলজে-র এই নতুন সংস্করণে এক আমেরিকান যুবকের সঙ্গে ভারতীয় মেয়ের প্রেমের গল্প ফুটিয়ে তুলবেন আদিত্য। এই মিউজিক্যালে গানের কথা লিখবেন হলিউডের নেল বেঞ্জামিন। সবকিছু ঠিক থাকলে ২০২২-২৩ সালেই ব্রডওয়ে সেশনে মঞ্চস্থ হওয়ার কথা আদিত্য পরিচালিত ডিডিএলজে-র এই মিউজিক্যালের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here