নিরাপত্তাহীন জামিয়াতে অনুজ্ঞার চোখে বিদ্বেষ-আতঙ্ক-বিভীষিকার অশ্রুজল

0
55

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

রাঁচী থেকে দিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে আইন পড়তে এসেছিলেন ছাত্রী অনুজ্ঞা। আজ কন্সটিটিউশন পেপার এর পরীক্ষা ছিল তাঁর। কিন্তু দু’দিন যাবত দিল্লিতে এনআরসি-সিএএ বিরোধী প্রতিবাদে অগ্নিগর্ভ অবস্থা জামিয়া মিলিয়া সহ আলিগড় বিশ্ববিদ্যালয়ে।

আইন ছাত্রী অনুজ্ঞা, পুলিশের গুলি নিক্ষেপ। সংবাদ চিত্র

একটি জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে অনুজ্ঞা কান্নায় ভেঙে পড়ে বলেন, দিল্লি তুলনামূলক ‘সেফ’ শহর ভেবে ঝাড়খন্ড থেকে এখানে পড়তে এসেছিলেন তিনি। আজ তাঁর পরীক্ষা ছিল আইনের।

কিন্তু পুলিশ রক্ষার নামে গার্লস-বয়েজ হস্টেলে ঢুকে যথেচ্ছাচার চালিয়েছে শিক্ষার্থীদের উপর। এখনও কিছু মা-বাবা হয়তো ভাবছেন এর বিরুদ্ধে প্রতিবাদ করে আরও বিপদের সম্মুখীন হওয়া, কিন্তু যা পরিস্থিতি তাতে শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করেও খেসারত দিতে হচ্ছে ছাত্রছাত্রীদেরই।

বিক্ষোভকারীদের দিকে গুলি বর্ষণ। চিত্র সৌজন্যঃ রয়টার্স

সংবাদমাধ্যমের সামনে রাগে, বিদ্বেষে, কান্নায় ফেটে পড়ে অনুজ্ঞা জানান, হস্টেলের ভিতর পুলিশ ঢুকে তাঁর বন্ধুদের হাত-পা ভেঙে দিয়েছে, কারও মাথা ফেটে গেছে; মারাও গেছে কেউ কেউ। এর পরেও কারও কাছে কোনও জবাব আছে দেওয়ার মতো?—জিজ্ঞেস করেন সাংবাদিকদের।

আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘাত। চিত্র সৌজন্যঃ রয়টার্স

হস্টেলের প্রত্যেক ছাত্রছাত্রী একই আতঙ্কে ভুগছেন যে এখন ক্যাম্পাসে যা পরিস্থিতি, তাঁরা কেউই এখানে সুরক্ষিত নন। ওদিকে অনুজ্ঞা বাড়িতে চুপচাপও বসে থাকতে পারেননি। সংবাদমাধ্যমে জামিয়া মিলিয়ার এই অবস্থা দেখে ছুটে এসেছিলেন বিশ্ববিদ্যালয়ে। কিন্তু এসে দেখেন সেখানকার পরিস্থিতি আরও ভয়ঙ্কর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here