সুদীপ পাল, বর্ধমানঃ
কৃষক বন্ধুর আওতায় থাকা প্রত্যেক চাষী যাতে সরাসরি সহায়ক মূল্যে ধান বিক্রি করতে পারেন তার জন্য চাষীদের ফোনে এসএমএস পাঠানো হচ্ছে। ধান বিক্রি করতে গিয়ে ক্ষুদ্র চাষীরা বিভিন্ন সময় অসুবিধায় পড়েন। তাছাড়া ফড়েদের রমরমা থাকায় ছোট চাষিদের বাধ্য হয়ে ফড়েদের ধান বিক্রি করতে হয় অনেকটাই কম দামে। তার কারণ সহায়ক মূল্যের ধানের দাম তারা দেয় না।
নিয়ম হল, কেউ নিজেকে ভাগচাষী বলে খাদ্য দপ্তরে নির্দিষ্ট ফর্ম পূরণ করে জমা দিলে সহায়ক মূল্যে ধান বিক্রি করতে পারে। কিন্তু অনেক সময় দেখা যায় ফড়েরা তা পূরণ করে ধান বিক্রি করছে। চাষীদের মোবাইলে সরাসরি এসএমএস গেলে দৌরাত্ম্য কমবে বলেই মনে করছে বর্ধমান জেলা প্রশাসন।
জানা যায়, পূর্ব বর্ধমানে চাষীর সংখ্যা ৪ লক্ষ ৫০ হাজার ৭৫৯ জন। কৃষক বন্ধু প্রকল্পে নাম রয়েছে ২ লক্ষ ৪৭ হাজার ৭৭৭ জনের। কৃষি দফতর এই তথ্য জেলা প্রশাসনকে দিয়েছে। জেলা প্রশাসন এই চাষীদেরকে মোবাইলে এসএমএস পাঠাচ্ছে।
জেলাশাসক বিজয় ভারতী বলেন, প্রকৃত চাষীরা যাতে ধান বিক্রি করতে গিয়ে অসুবিধায় যাতে না পারেন সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584