নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের নির্বাচন নির্ঘন্ট ঘোষণা উপলক্ষে আজ শুক্রবার বিকেল সাড়ে চারটে থেকে দিল্লিতে সাংবাদিক সম্মেলন করছেন প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরা। এদিনের সাংবাদিক সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার বলেন, মহামারি পরিস্থিতিতে নির্বাচন ভোটারদের স্বাস্থ্যের বিষয়ে নজর রাখা হচ্ছে। একই সাথে তিনি জানান, আজ থেকে রাজ্যে চালু হচ্ছে আদর্শ নির্বাচনী আচরণবিধি। এজন্য রাজ্যের সব জেলা শাসক ও জেলা পুলিশ সুপারকে নির্দেশ পাঠাল নির্বাচন কমিশন। এই সময় থেকে সমস্ত রাজনৈতিক কর্মসূচি মনিটারিং করা হবে।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন ঘোষণা ভারতের নির্বাচন কমিশনের
পাঁচ রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গে ২৯৪, তামিলনাড়ুতে ২৩৪, কেরলে ১৪০, অসমে ১২৬ এবং পদুচেরিতে ৩০ আসনে নির্বাচন হবে। পশ্চিমবঙ্গে এবছর ভোট কেন্দ্রের সংখ্যা বেড়েছে ৩১ শতাংশ। এই বিধানসভা নির্বাচনে বাংলায় মোট ১,০১,৯১৬টি ভোট কেন্দ্রের নির্বাচন গ্রহণ করা হবে। সমস্ত ভোট কেন্দ্র থাকবে একতলায়। সমস্ত ভোট কর্মীকে কোভিড ভ্যাকসিন দেওয়া হবে। এই বছর প্রার্থীরা অনলাইনে মনোনয়ন পত্র জমা দিতে পারবেন। বাড়ি বাড়ি প্রচারে সর্বোচ্চ ৫ জন থাকতে পারবেন। পশ্চিমবঙ্গে পুলিশ অবজারভার থাকবেন বিবেক দুবে, মৃণালকান্তি দাস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584