শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
ভোট গণনা আরো দ্রুততর করতে ইভিএম পদ্ধতি সহ আরো একাধিক পদ্ধতির অবতারণা করেছিল নির্বাচন কমিশন। কিন্তু কোভিড পরিস্থিতিতে বাতিল করতে হচ্ছে একাধিক নিয়ম কানুন। সেই কারণে বিহারে করোনা বিধি মেনে বিধানসভা নির্বাচন করার পরে বোঝা গেল, ভোট প্রক্রিয়া কোন রকম ভাবে সম্পন্ন হলেও গণনা করতে বহু সময় লেগে যাচ্ছে। বিহারে বিধানসভা আসন পশ্চিমবঙ্গের থেকে কম।
তাই ওই একই ফর্মুলা প্রয়োগ করে পশ্চিমবঙ্গে ভোট গণনা হলে ফলাফল প্রকাশের বহু সময় লাগবে।সাধারণভাবে ভোট গণনার দিন দুপুরের মধ্যেই সাধারণত ছবিটা স্পষ্ট হয়ে যায়। ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে নির্বাচন চালু হওয়ার পর থেকে সারাদেশেই সমস্ত নির্বাচনে চলে এসেছিল গতি। কিন্তু করোনা যেন গাড়ির চাকা ফের বহুদিন পিছিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে এ রাজ্যেও তো ২০২১ সালে বিধানসভা নির্বাচন। এখানেও কি এমনটাই হতে চলেছে? কারণ করোনা পরিস্থিতিতে নির্বাচন কমিশনের হাতে এ ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। পশ্চিমবঙ্গে যেহেতু আসন সংখ্যা আরও বেশি সেক্ষেত্রে সেখানে গণনায় আরও বেশি সময় লাগতে পারে। এমনকী পরের দিনও হয়ে যেতে পারে।
আরও পড়ুনঃ বিহারের জয় থেকে বাড়তি উৎসাহ নিয়ে ঝাঁপাবে বঙ্গ বাম
করোনা আবহে বিহার ভোটকেই এবার মডেল করতে চাইছে নির্বাচন। সাধারণত একটি ভোটকেন্দ্রে সর্বোচ্চ ভোটারের সীমা থাকে ১,৫০০ জনের মতো। কিন্তু মহামারির কারণে সুরক্ষা বিধির তাগিদে এবার বিহারে প্রতিটি ভোটকেন্দ্রে সর্বাধিক ভোটারের সংখ্যা ছিল ১ হাজার জন করে। এর ফলে বিহারের মোট ভোটগ্রহণ কেন্দ্রের বা বুথের সংখ্যা ৪৫ শতাংশ বাড়ানো হয়। ২০১৫ সালে বিহার বিধানসভা নির্বাচনে বুথের সংখ্যা ছিল ৭৩,০০০ টি। চলতি নির্বাচনে সেখানে এবার বুথ সংখ্যা হয়েছে ১ লক্ষ ৬ হাজার।
আরও পড়ুনঃ রাজ্য পাচ্ছে নতুন তিনটি পুলিশ ব্যাটেলিয়ন, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফলে অনান্যবারের তুলনায় এবার অনেক বেশি ইভিএমে ভোট গ্রহণ হয়েছে। ফলে গণনা কেন্দ্রের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। তাছাড়া গণনা কেন্দ্রগুলিতে কোভিড বিধি সংক্রান্ত বাড়তি নিয়মকানুন গণনা প্রক্রিয়া শ্লথ করে দিয়েছে। মহামারির প্রকোপ জারি থাকলে পশ্চিমবঙ্গেও একই চিত্র দেখা যাবে বলে মনে করছেন নির্বাচন কমিশনের কর্তারা। এ রাজ্যেও একইভাবে খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই প্রাথমিকভাবে ৯৯ বুথ বাড়বে বলে সিদ্ধান্ত হয়েছে। এবারও ভোটার তালিকায় কয়েক লক্ষ নতুন ভোটার সংযোজিত হতে চলেছে।
আরও পড়ুনঃ বিহার: শেষ পর্যন্ত জয়ী এনডিএ জোট, এক নম্বরে তেজস্বীর আরজেডি
পাশাপাশি কয়েক হাজার পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরে এসেছেন। সেক্ষেত্রে বিহারের মতোই এ রাজ্যেও বিপুল সংখ্যক বুথ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বুথ সংখ্যা বৃদ্ধি হলে ইভিএমের সংখ্যাও অনেকটাই বাড়বে। গত নির্বাচনের নিরিখে রাজ্যে মোট ৭৮ হাজার ৩০০ টি বুথ রয়েছে।
সেই তুলনায় বুথ সংখ্যা বাড়বে। ভোট গণনার পর ভুলভ্রান্তি এড়ানোর জন্য কোথাও কোথাও পুনর্গণনার প্রয়োজন হয়ে থাকে। তাই পরিস্থিতির খাতিরে ফলাফল প্রকাশ দীর্ঘায়িত হলে তা রাজনৈতিক নেতাদের মেনে নিতে হবে বলে মত নির্বাচন কমিশনের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584