জুলাইয়ে আনলক পর্বে কাজ হারিয়েছেন ৫০ লক্ষ মানুষ

0
56

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনাভাইরাসের দাপটে নাজেহাল গোটা পৃথিবী। বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও ক্রমশ বাড়ছে সংক্রমিত ও মৃতের সংখ্যা। করোনা মোকাবিলায় দেশজুড়ে জারি হয়েছিল লকডাউন। সেই সময় কাজ হারিয়েছিলেন দেশের বহু মানুষ।

Unemployment | newsfront.co
প্রতীকী চিত্র

গত পাঁচ মাস ধরে দেশের বিভিন্ন প্রান্তে নানাভাবে লকডাউন পালিত হচ্ছে। লকডাউন শুরু হয়েছিল মার্চের ২৩ তারিখ থেকে। তারপর এপ্রিল মাসেই চাকরি যায় ১ কোটি ৮৯ জন বেতনভুক কর্মচারীর। তারপর গোটা দেশে টানা লকডাউন চলেছে। জুন থেকে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য শুরু হয় আনলক পর্ব।

আরও পড়ুনঃ ২০২৫ –এ দেশে ক্যান্সার আক্রান্তের সংখ্যা ছাড়াবে ১৫ লক্ষঃ আইসিএমআর

কিন্তু তখনও বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের ক্ষতির পরিমাণ মেটাতে কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া জারি রাখে। এর জেরে জুলাই মাসেও চাকরি যায় ৫০ লক্ষ মানুষের। সাম্প্রতিক এক রিপোর্টে এমনটাই জানিয়েছে ভারতীয় অর্থনীতি বিষয়ক সমীক্ষা সংস্থা সিএমআইই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here