উপপ্রধানের বিরুদ্ধে পুকুর চুরির অভিযোগ গাইসালে

0
41

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

ইসলামপুর ব্লকের তৃণমূল পরিচালিত গাইসাল-১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে পুকুর চুরির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ খতিয়ে দেখে তদন্তের আশ্বাস দিয়েছেন ইসলামপুরের বিডিও শতদল দত্ত।

assistant pradhan stolen pond in kasol | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গিয়েছে, গাইসাল-১ গ্রাম পঞ্চায়েতের মীরবস্তি ধনতলা সংসদ থেকে জয়ী সদস্য তৃণমূলের আফাক বর্তমানে উপপ্রধান রয়েছেন। মীরবস্তি ধনতলা এলাকায় ২০১৯-২০ একশো দিনের কাজের প্রকল্পে মুস্তাফার জমিতে পুকুর খনন কাজের জন্য বরাদ্দ ১ লক্ষ ৪৯ হাজার ৬৫৭ টাকা উপপ্রধান আফাকের বিরুদ্ধে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।

bdo | newsfront.co
শতদল দত্ত, বিডিও। নিজস্ব চিত্র
assistant pradhan stolen pond in kasol | newsfront.co
পজিরুদ্দিন। নিজস্ব চিত্র

ঘটনায় স্থানীয় বাসিন্দা মহম্মদ জাহিদুল ইসলামপুর বিডিও অফিসে উপপ্রধানের বিরুদ্ধে সরকারী টাকা আত্মসাতের লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আরও পড়ুনঃ গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবির

assistant pradhan stolen pond in kasol | newsfront.co
মহম্মদ জহিদুল। নিজস্ব চিত্র

মহম্মদ জাহিদুল বলেন, মহম্মদ আফাক এলাকায় বিভিন্ন কাজে আর্থিক দুর্নীতি করে চলেছে। এক হাটু মাটি কেটে পুকুর খননের প্রায় দেড় লক্ষ টাকাই আত্মসাৎ করেছে উপপ্রধান আফাক। ওই জমিটাও মুস্তাফার নয় অথচ বোর্ডে কাজের নাম মুস্তাফার জমিতে পুকুর খনন লেখা হয়েছে।

আমি বিডিও অফিসে অভিযোগ জানিয়েছি। আশা করছি বিডিও সাহেব সঠিক তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ নেবেন। এদিকে জমির মালিক পজিরুদ্দিন বলেন, মুস্তাফা আমাকে বলায় আমি তাঁকে জমিটা খোঁড়ার জন্য এমনিই দিয়েছি। সবমিলিয়ে তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে পুকুর চুরির অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here