ক্ষুদে পড়ুয়াদের মাসে একবার প্রশিক্ষণের আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর

0
35

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রামের রঘুনাথ মেমোরিয়াল স্পোর্টস ক্লাবের ক্রিকেট কোচিং স্থলে এসে মাঠ পরিদর্শন করলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। এখানে এসে ক্ষুদে শিক্ষানবিস ক্রিকেটারদের সঙ্গে কথা বললেন এবং তিনি ক্ষুদে পড়ুয়াদের আশ্বাস দেন, এবার থেকে প্রতি মাসে একবার করে এসে পড়ুয়াদের ট্রেনিং দেবেন।

Assurance of training by Minister of Sports
ক্ষুদে পড়ুয়াদের সাথে ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। নিজস্ব চিত্র

সংস্থার অন্যতম কর্মকর্তা জানালেন নিজস্ব উদ্যোগে এই কর্মকাণ্ড তাদের চলছে। তিনি বলেন জঙ্গলমহলকে ডেভলপ করার জন্য তিনি সর্বদা পাশে থাকবেন। লক্ষ্মীরতন এভাবে যথেষ্ট সহযোগিতা করছেন এই ক্রিকেট প্রশিক্ষণের স্থলে আরো বেশি করে সাহায্য সহযোগিতা করবেন।

Assurance of training by Minister of Sports
নিজস্ব চিত্র

তিনি বলেন ঝাড়গ্রামকে তিনি বেছে নিয়েছেন শুধুমাত্র এই এলাকার উদীয়মান খেলোয়াড়দের তুলে আনার জন্য। যাতে আগামী দিনে তারা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব করতে পারে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here