বিশ্ববিদ্যালয় গুলিতে নতুন করে জ্যোতিষ শাস্ত্রের পঠন পাঠন বন্ধ হোক, দাবি বিজ্ঞান মঞ্চের

0
108

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ

শিক্ষাক্ষেত্রে আধুনিকতার বদলে বৈদিক যুগের অন্ধ শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয় গুলিতে জ্যোতিষ শাস্ত্র চালু করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার এই অভিযোগ তুলে এবার প্রতিবাদে রাস্তায় নামল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ।

Campaign
নিজস্ব চিত্র

“বিশ্ববিদ্যালয় গুলিতে নতুন করে জ্যোতিষ শাস্ত্রের পঠন পাঠন বন্ধ হোক” -এই নিয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে সালারে শুক্রবার এবং শনিবার সকাল আটকা থেকে কাগ্রাম বাজারে পথসভার মাধ্যমে একটি প্রতিবাদ কর্মসূচি পালন করে। জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতির্বিজ্ঞান বিষয়ে বক্তব্য রাখেন বিজ্ঞান মঞ্চের কর্মী ড. জাভেদ ইকবাল।

Leaflet distribution
নিজস্ব চিত্র

তিনি বলেন কেন্দ্রীয় সরকার বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে চলতি বছরের জানুয়ারি থেকে জ্যোতিষ শাস্ত্র চালু করার চেষ্টা করেছে। আসলে জ্যোতিষ শাস্ত্রের অপব্যবহার করতে চাইছে তাই বন্ধ করার দাবী জানাচ্ছেন। এছাড়াও করোনা নিয়ে সচেতনতার বার্তা দেন বিজ্ঞান কর্মী পার্থ সরকার। বর্ষার সময় গ্রাম গঞ্জে সাপের উপদ্রব বেশি তাই সর্প দংশন নিয়ে সচেতনতা করেন বিজ্ঞান কর্মী সুকান্ত ঘোষ, এবং বৃক্ষ রোপণ নিয়ে বিজ্ঞান কর্মী সুদিন চ্যাটার্জী বক্তব্য রাখেন।

আরও পড়ুনঃ কান্দিতে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের অবস্থান-বিক্ষোভ

Paschimbanga Vigyan Manch
নিজস্ব চিত্র

তাছাড়াও এলাকার দুজন প্রধান শিক্ষক এবং বিজ্ঞান মঞ্চের নতুন কর্মী জান্নাত শেখ এবং মানব ঠাকুরও তাদের বক্তব্য রাখেন। মাস্ক এবং করোনা ও সর্প দংশন নিয়ে লিফলেট বিলি করা হয়। গ্রামের কর্মসূচি শেষ করে বিজ্ঞান কর্মীদের টিম ধন্ডাঙ্গা গ্রামে গিয়ে টিকাকরণ নিয়ে আর একটা পথসভা করে এবং গ্রামের মসজিদের একটি ঘেরা ফাঁকা জায়গা আছে যেখানে মসজিদ কমিটির সিদ্ধান্ত হলে বিজ্ঞান মঞ্চের কর্মীরা সেখানে এই মাসেই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন। বিকেল তিনটে থেকে তালিবপুর ও মালিহাটি অঞ্চলে জ্যোতিষ শাস্ত্র বন্ধ দাবি থেকে বিভিন্ন সচেতনতার শিবির অনুষ্ঠিত হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here