নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
ছাত্র-ছাত্রীদের মধ্যে বিজ্ঞান অনুসন্ধিৎসা বৃদ্ধির লক্ষ্যে সমগ্র শিক্ষা মিশনের ব্যবস্থাপনায়
পশ্চিম মেদিনীপুর জেলার মোট দশটি বিদ্যালয়ে মহাকাশবিদ্যা সংক্রান্ত সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয় শালবনির মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠ ও ভাদুতলা বিবেকানন্দ হাইস্কুলে।
অনুষ্ঠানে বিশেষজ্ঞ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন যদুগোপাল সরকার ও অধ্যাপক এস. শিকদার। মহাকাশ বিষয়ক বিষয় সমূহ প্রোজেক্টরের মাধ্যমে পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের সামনে উপস্থাপন করা হয়।
মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠেরপ্রধান শিক্ষক প্রসূনকুমার পড়িয়া বলেন, “এ ধরনের কর্মসূচি আমাদের মত অনুন্নত ও গ্রামীণ এলাকায় খুব জরুরী।”
উপস্থিত ছাত্র ছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ভাদুতলা বিবেকানন্দ হাইস্কুলের প্রধান শিক্ষক অমিতেশ চৌধুরী জানান, “মহাকাশ বিষয়ক কোন অনুষ্ঠান আমাদের স্কুলে এই প্রথম। আমরা ভীষণ আগ্রহী এ ধরনের কর্মসূচি পালন করতে। ছাত্র ছাত্রীরা মহাকাশ ও বিজ্ঞান বিষয়ে আগ্রহী হবে সন্দেহ নেই।”
আরও পড়ুন: ফাঁসিদেওয়ায় ট্রাক উল্টে যানজট
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584