উন্নয়নের প্রচারেও অনুখালে জয় নিয়ে ভাবিত তৃণমূল

0
74

নিজস্ব সংবাদদাতা,কালনাঃকালনা ২ নম্বর পঞ্চায়েত সমিতির আটটি গ্রাম পঞ্চায়েতের অন্যতম আনুখাল গ্রাম পঞ্চায়েত একটি। পঞ্চায়েত এলাকায় সরকারি প্রকল্পের একাধিক সুযোগ সুবিধা মানুষ পেলেও ভোটে জিততে ভাবাচ্ছে তৃণমূল প্রার্থীদের।
মঙ্গলবার আনুখাল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেল যে এখনও পর্যন্ত এলাকার মানুষের কাছে পর্যাপ্ত পানীয় জল পৌঁছায়নি। ঢালাই রাস্তার কাজ গ্রামে-গ্রামে হয়নি কাঁচা রাস্তা ও মোরামের রাস্তা। বালিয়া ,গোবিন্দবাটি, আনুখাল প্রভৃতি গ্রামে পরিস্রুত পানীয় জলের অভাব রয়েছে। একথা আনুখাল গ্রাম পঞ্চায়েতের প্রধান রীতা ঘোষ এবং উপপ্রধান যুধিষ্ঠি ধর দাস স্বীকার করে নিয়েছেন।
তবে এই গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন কমিটির চেয়ারম্যান গঙ্গাধর ঘোষ মঙ্গলবার জানিয়েছেন যে আমরা আগামী বছর পঞ্চায়েত এলাকার প্রতিটি গ্রামে মানুষের মধ্যে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করে দেবো এটাই আমাদের প্রধান কাজ হবে। বর্তমানে একটি পিএইচ থেকে কয়েকটি গ্রামে জল সরবরাহ করে যাচ্ছি তবে একথা সত্য যে এলাকার মানুষের কাছে পর্যাপ্ত পানীয় জল এখনো পৌঁছে দিতে পারিনি। তবে পর্যাপ্ত পরিমাণে গ্রামে টিউবওয়েল রয়েছে। আনুখাল গ্রাম পঞ্চায়েতে ২৬টি গ্রাম রয়েছে। এইসব গ্রামে মোট২৩৭ টি টিউবয়েল রয়েছে।
উন্নয়ন কমিটির চেয়ারম্যান গঙ্গাধর ঘোষ এলাকার উন্নয়নের একটি ফিরিস্তি দিয়ে জানালেন যে
তাদের গ্রাম পঞ্চায়েত এলাকায় জল নিকাশি ব্যবস্থা সহ ড্রেন ঢালাই রাস্তা প্রভৃতি কাজ হয়েছে একশো দিনের কাজে । একশো দিনের কাজে ১৯কোটি ৩০ লক্ষ টাকার কাজ হয়েছে।
এই ঐকশো দিনের কাজে ১৫ টি প্রাথমিক বিদ্যালয় ও চারটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নিচু মাঠ মাটি দিয়ে উঁচু করা হয়েছে। পরিকাঠামোর উন্নয়নে কাজ করা হয়েছে।
রয়েছে ৪৬ টি অঙ্গনারী কেন্দ্র ও চারটি শিশু শিক্ষা নিকেতন। অঙ্গনারী কেন্দ্রের অধিকাংশ কেন্দ্রে রয়েছে নিজস্ব ভবনে। বাকি ১০থেকে ১৫ টি অঙ্গনারী কেন্দ্রের নিজস্ব ভবনের জন্য জমি পাওয়া মুশকিল হয়ে পড়ে বলে স্বীকার করলেন তিনি।
বাংলা আবাস যোজনা হয় গত পাঁচ বছরে ঘর দেয়া হয়েছে ৬৫৪ জন কে। ইন্দিরা আবাস যোজনা ঘর দেওয়া হয়েছে৪৩৭জনকে‌
সংখ্যালঘু বিধবা ভাতা পাচ্ছেন ১৫০ জন। সমব্যথী প্রকল্পের সুযোগ পেয়েছেন১৪৬জন।
সাম্প্রতিক রাজ্য সরকারের মানবিক ভাতা প্রকল্পে আবেদনপত্র জমা পড়েনি বলে পঞ্চায়েত সূত্রে খবর।
এবারে পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত প্রধান হবেন তপশিলি জাতি সংরক্ষিত পুরুষ কিংবা মহিলা। উপ-প্রধান পদটি জেনারেল।
মঙ্গলবার পঞ্চায়েত প্রধান রিতা ঘোষ জানিয়েছেন যে আমরা সরকারের বিভিন্ন প্রকল্পের উন্নয়নের কথা তুলে ধরছি বাড়ি বাড়ি উন্নয়নের পক্ষে ভোটাররা আছেন যে কাজগুলো দ্রুত এগোয়নি সেগুলো আগামী দিন সম্পূর্ণ হবে এ কথাটি ভোটারদের কাছে বুঝিয়ে বলছি। পর্যাপ্ত পানীয় জলের বিষয়ে তিনি জানিয়েছেন যে ছোট ছোট গভীরতম কল বসিয়ে গ্রামে গ্রামে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করা হবে।
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি প্রণব রায় জানিয়েছেন যে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুযোগ-সুবিধা নিয়ে এলাকার মানুষ সন্তুষ্ট। তাই পঞ্চায়েত নির্বাচনে জয় সুনিশ্চিত। প্রচুর পরিমাণে কাজ হয়েছে আগামী দিন আরো উন্নয়নমুখী কাজ হবে তার পরিকল্পনা রয়েছে আমাদের কাছে শুধু সময়ের অপেক্ষা। বিরোধী সিপিএম নেতাদের অভিযোগ যে উন্নয়নের কথা যতই বলুক শাসক দলের নেতা-নেত্রীরা আদতে প্রকৃত উন্নয়নের কাজ এলাকায় হয়নি। এখনো পঞ্চায়েত এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ,পর্যাপ্ত পানীয় জল পৌঁছায়নি গ্রামের মানুষের কাছে তাই উন্নয়নে অনেকটাই পিছিয়ে রয়েছে এই গ্রাম পঞ্চায়েত আমাদের দাবি আগামী দিন সিপিএম ক্ষমতায় এলে মানুষের প্রকৃতি উন্নয়নের স্বার্থে কাজ করব ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here