নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
অবশেষে গ্রামবাসীদের স্বেচ্ছা শ্রম ও আর্থিক সহযোগিতায় আলো জ্বলে উঠল দীর্ঘদিন অন্ধকারে থাকা মাদারিহাট-বীরপাড়া ব্লকের রাঙ্গালি বাজনা গ্রাম পঞ্চায়েতের শিশুবাড়ি সংলগ্ন একটি নদীর ধারে ‘সন্তোষ দাস স্মৃতি, শ্মশান ঘাটে।
সারা রাজ্যে উন্নয়নের জোয়ার বইলেও দীর্ঘদিন অন্ধকারে ডুবে ছিল এই শ্মশান ঘাটটি।ফলে রাতে শব দাহকারীদের পরতে হত প্রচন্ড সমস্যায়।ব্লকের বীরপাড়া সহ বিভিন্ন এলাকা থেকে শব দাহ করার জন্য এই ঘাটটিকেই বেছে নেওয়া হতো কিন্তু রাতে কোন আলোর ব্যবস্থা না থাকার ফলে নিরুপায় হয়ে বীরপাড়ার অধিকাংশ শব ধুপগুড়ি ব্লকের গয়েরকাটা শ্মশান ঘাটে দাহ করতে নিয়ে যেতে হয়।এছাড়া স্থানীয়দের ও একই সমস্যায় পরতে হয়।এবার সেই সমস্যা সমাধানে এগিয়ে এল স্থানীয় গ্রামবাসীরা।তারা স্বেচ্ছা শ্রম ও অর্থ সাহায্য দিয়ে রাতে আলোর ব্যবস্থা করল।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584