নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
জোড়া আত্মঘাতী হামলায় জনবসতিপূর্ণ এলাকার ব্যস্ত বাজারের মধ্যে প্রাণ হারালেন কমপক্ষে ২৮ জন। জখম হয়েছেন আরও ৩০ জন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ইরাকের রাজধানী বাগদাদে। জোড়া আত্মঘাতী বোমা বিস্ফোরণে এদিন কেঁপে উঠল বাগদাদ। এই বিস্ফোরণের জেরে তিনজন পুলিশ কর্মীও আহত হয়েছেন বলে সরকারি সংবাদমাধ্যমের রিপোর্ট।
জানা গিয়েছে, মধ্য বাগদাদে একটি বাণিজ্যিক কেন্দ্রে জোড়া বিস্ফোরণ হয় বৃহস্পতিবার। আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়েছে বলেই ইরাকের সংবাদমাধ্যমের দাবি। আহতদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আরও বিস্ফোরণ হওয়ার আশঙ্কায় কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে গোটা এলাকা।
পুলিশ জানিয়েছে, মধ্য বাগদাদের তায়রন স্কোয়্যারের একটি ব্যস্ত বাজারে বৃহস্পতিবার আচমকা হামলা চালায় এক আত্মঘাতী জঙ্গি। এর ফলে এখনও পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে। কিছু মানুষ গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে মৃত অন্তত ৪৩
এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী সংগঠন এর দায় স্বীকার না করলেও প্রাথমিকভাবে ইসলামিক স্টেটের জঙ্গিরাই জড়িত রয়েছে বলে অনুমান তদন্তকারীদের। আশঙ্কা করা হচ্ছে, বাগদাদে মার্কিন দূতাবাস-সহ কূটনৈতিক কেন্দ্রে হামলা চালাতে পারে জঙ্গিরা। গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584