বিহার থেকে গ্রেফতার শাহিনবাগ আন্দোলনের মাথা শরজিল ইমাম

0
59

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

মোদি সরকারের বিরুদ্ধে যারাই সরব হয়েছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নিয়েছে শাসক দল। শুধু প্রতিষ্ঠানই নয় প্রতিবাদকারী, বিক্ষোভকারী, যুবনেতা, সেলিব্রিটি, ঐতিহাসিক যারা যারাই এই সরকারের বিরোধিতা করেছেন অথবা সমালোচনায় মুখর হয়েছেন, তাদেরকেই আটক করেছে মোদি সরকারের পুলিশ।

শাহিনবাগ প্রতিবাদের অন্যতম প্রধান উদ্যোক্তা তথা জেএনইউ প্রাক্তনী শরজিল ইমামকে মঙ্গলবার বিহারের জহানাবাদ থেকে গ্রেফতার করল পুলিশ। খুব শীঘ্র দিল্লিতে এনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।

শরজিল ইমাম। চিত্র সৌজন্যঃ স্ক্রল ইন

সিএএ-বিরোধী বিক্ষোভের সময় বিচ্ছিন্নতাবাদী ও সাম্প্রদায়িক মন্তব্য করার অভিযোগে শরজিলের বিরুদ্ধে দেশের পাঁচ রাজ্য থেকে দেশদ্রোহীতার তকমা দিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে।

জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই শরজিলের খোঁজে হন্যে হয়ে ঘুরছিল দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার পাঁচটি দল। মুম্বই, দিল্লির পাশাপাশি বিহারের জহানাবাদে তাঁর পৈতৃক ভিটেতেও হানা দেন পুলিশ আধিকারিকরা। জেরার জন্য তুলে আনা হয় তাঁর ছোট ভাইকেও। তার পরেই এ দিন শরজিলের নাগাল পায় পুলিশ।

জাতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এ নিয়ে প্রশ্ন করলে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, ‘‘কখনওই দেশের স্বার্থবিরোধী কিছু করা উচিত নয়। ওঁর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। গ্রেফতার করা হয়েছে ওঁকে। এ বার আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’’

শাহিনবাগ আন্দোলনের এক দৃঢ় মাথাকে গ্রেফতার করার পর অনেকটাই স্বস্তিবোধ করছে শাসক দল। এখন দেখার জিজ্ঞাসাবাদের পর শরজিলের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here