মায়ানমারে জেড মাইন খনিতে ধস! নিখোঁজ ৭০, আহত ২৫, মৃত ১

0
93

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

মায়ানমারে ‍খনি ধসে নিখোঁজ রয়েছে প্রায় ৭০ জন। এখন পর্যন্ত নিহত হয়েছে একজন এবং আহত কমপক্ষে ২৫ জন। দেশটির উত্তরাঞ্চলে চীন সীমান্তে জেড মাইন ধসে এমন ঘটনা ঘটেছে। প্রতি বছরই অবৈধভাবে কাজ করার ফলে জেড মাইনে ধস নেমে বহু মানুষের মৃত্যু হয়। তবুও এই লাভজনক ব্যবসার লোভে জীবন বাজি রেখে পাড়ি দেয় বহু মানুষ।

Myanmar landslide

ইতিমধ্যে ওই এলাকায় শুরু হয়েছে উদ্ধারকাজ। এতে অংশ নিয়েছে প্রায় ২০০ জন। ধারণা করা হচ্ছে, ভুক্তভোগীরা সবাই অবৈধ খনির শ্রমিক। আহত শ্রমিকদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালেই একজন মৃত বলে শনাক্ত করা হয়েছে। পাশ্ববর্তী লেক গুলিতে সন্ধান চালাচ্ছে উদ্ধার কর্মীরা। তাদের অনুমান মৃতের সংখ্যা আরও বাড়বে।

বুধবার স্থানীয় সময় ৪ টায় কাচিন রাজ্যের হাকান্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাকান্ত এলাকায় জেড খনিতে কাজ করা নিষিদ্ধ হলেও বিধি-নিষেধ উপেক্ষা করে প্রায় সেখানে খনিতে কাজ চালানো হয়।

আরও পড়ুনঃ ভুয়ো অর্ডার দেখিয়ে রেল ইঞ্জিন বিক্রি করে ফেললেন বিহারের ইঞ্জিনিয়ার

বিশ্বে জেড মাইনের সবচেয়ে বড় উৎস রয়েছে মায়ানমারে। প্রায় সারা বছরই এখানে দুর্ঘটনা ঘটে। সম্প্রতি হাকান্ত এলাকায় ভূমিধসে কমপক্ষে ১০ জন খনির শ্রমিক নিখোঁজ হন। ২০২০ সালে হাকান্তের একটি খনির বর্জ্য একটি লেকে ধসে পড়ায় ১৬০ জনের বেশি মানুষ নিহত হয়, যা ছিল ওই এলাকার সবচেয়ে ভয়াবহ ঘটনা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here