ইউক্রেনের বিমানে হামলা অনিচ্ছাকৃত, সহজ স্বীকারোক্তি ইরানের

0
55

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

গত বুধবার ইরানের ইমাম খোমেইনি বিমানবন্দর থেকে টেক-অফ করার পরই ইউক্রেন আন্তর্জাতিক বিমানসংস্থার বোয়িং ৭৩৭ ভেঙে পড়ে। যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা হয় বলে জানানো হয়। এতে নিহত হন ১৭৬ জন।

ukrainian plane crash | newsfront.co
ফাইল চিত্র

ইউক্রেন জানিয়েছিল দুর্ঘটনাগ্রস্ত বিমানটি তিন বছরের পুরনো। তাই এই বিপত্তি। ইউক্রেনের তদন্তকারীরা বিমানের ধ্বংসস্তূপ পরীক্ষা করতে চেয়ে অনুমতির আবেদন করে তেহরানের কাছে। তবে তেহরান জানায়, তদন্তের খাতিরে দুর্ঘটনাগ্রস্ত বিমানের কোনও তথ্য দেওয়া যাবে না।

তবে এ দিন ইরানের বিদেশ মন্ত্রী জাভেদ জারিফ টুইট করে ইউক্রেনে মিসাইল হামলার ঘটনায় ক্ষমা চান। তেহরান জানিয়েছে, ‘অনিচ্ছাকৃতভাবেই’ ইরানী সেনার আক্রমণে ইউক্রেনের যাত্রীবাহী বিমানটি ধ্বংস হয়েছে। এই দুর্ঘটনা ‘ভুলবশত’ এবং এতে ইরানি কর্তৃপক্ষ ক্ষমাপ্রার্থী।

আরও পড়ুনঃ সফর নিচ্ছিদ্র করতে তৎপর কলকাতা পুলিশ, সরকারি মঞ্চে পাশাপাশি মোদি-মমতা

হামলা নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে তখন, যখন সাংবাদিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘যান্ত্রিক ত্রুটির ব্যাখ্যা কোনও মতেই ধোপে টেঁকে না। ভুল করেই এই ঘটনা ঘটানো হয়েছে।’এই বক্তব্যের মাধ্যমে তিনি মিসাইল হামলার বিষয়কেই ইঙ্গিত করেছিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here