সুদীপ পাল,বর্ধমানঃ
পড়ুয়ারা পরীক্ষা দিয়েছিলেন। তারপর দীর্ঘদিন কেটে গেছে কিন্তু ফল প্রকাশ হয়নি। অবশেষে সাত মাস পরে ফল প্রকাশ হল।যদিও বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী,পরীক্ষা শেষ হওয়ার ৭৫ দিনের মধ্যে ফল বেরনো উচিত।পুরনো সিলেবাসে স্নাতক স্তরের (১+১+১) পার্ট ১-এর ফল এটি।জানা যায়, স্নাতকস্তরের কলা বিভাগে অনার্সের পরীক্ষা দিয়েছিলেন ৮০৩৩ জন।পাশ করেছে ২৭৮৩ জন (৩৪.৬৪%)।পাস কোর্সে পরীক্ষা দিয়েছিল ১৬১৯৯ জন,উত্তীর্ণ হয়েছে ২৪২৬ জন অর্থাৎ ১৫%।
গত বছর ২৮ জুলাই স্নাতক স্তরের অনার্সের পরীক্ষা শেষ হয়েছিল।পাশ কোর্সের পরীক্ষা শেষ হয় ৭ অগস্ট। পুরনো বছরের ফল প্রকাশ করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।নতুন বছরেও অনেকদিন পার হয়েছে। ফলতঃ ক্ষোভ জমছিল ছাত্রছাত্রীদের মধ্যে।ছাত্র সংসদের তরফ থেকে পরীক্ষা নিয়ন্ত্রকের ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে যাতে পার্ট ২-এর ফল খুব দ্রুত প্রকাশ করা যায়। প্রসঙ্গত উল্লেখ্য,পুরনো সিলেবাসের পার্ট ২-এর গত বছরের আগস্ট এবং সেপ্টেম্বর এর অনার্স এবং পাস কোর্সের পরীক্ষা শেষ হয়েছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে আশ্বাস দেওয়া হয়েছে খুব দ্রুত এই ফল প্রকাশ হবে।
আরও পড়ুনঃ মাধ্যমিক পরীক্ষার্থীর খাতা ছিঁড়ে দেওয়ার অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে
ফল প্রকাশের এই বিড়ম্বনায় পড়তে চাইছে না বিশ্ববিদ্যালয়।তাই ফল প্রকাশ ব্যবস্থায় বদলের ভাবনা আনা হচ্ছে। উপাচার্য নিমাই সাহা বলেন, অধ্যক্ষ থেকে শিক্ষক সংগঠনের সঙ্গে কথা হয়েছে। ঠিক সময়ে পরীক্ষার ফল বের করার ক্ষেত্রে যা যা করণীয় তা করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584