প্রশাসনের গ্রাম সংযোগ গোয়ালপোখরে

0
58

নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুরঃ 

সব ধরনের সরকারি পরিষেবা পঞ্চায়েতস্তরে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ গ্রহণ করছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। রাজ্যের মূখ্যমন্ত্রী যেভাবে জেলা জেলা গিয়ে প্রশাসনিক বৈঠক করেন ঠিক সেই পদ্ধতিতেই উত্তর দিনাজপুর জেলা প্রশাসন একেক দিন জেলা একটি ব্লকে ব্লকে অঞ্চল ভিত্তিক জেলা প্রশাসনকে নিয়ে যাচ্ছেন গ্রামে মানুষদের সরকারি পরিষেবা পৌঁছে দিতে।যার নাম দেওয়া হয়েছে   গ্রাম সংযোগে প্রশাসন ।সেই মতে জেলার গোয়ালপোখর ব্লকের  মনিভিটা হাইস্কুলে অনুষ্ঠিত হল গ্রাম সংযোগে প্রশাসন।এই প্রশাসন শিবিরে প্রশাসনের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পে উপভোক্তদের পরিশেবা প্রদান ও সচেতনা শিবির করা হয়।এই শিবিরে মনিভিটা স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি গোয়ালপোখর ব্লকের মহুয়া গ্রাম পঞ্চায়েতের সাধারন মানুষরাও অংশগ্রহন করেন।আজকের এই গ্রাম সংযোগে প্রশাসন শিবিরে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন রাষ্ট্র মন্ত্রী গোলাম রব্বানী, জেলাপরিষদের সভাধীপতি আলেমা নুড়ি,জেলা শাসক অরবিন্দ কুমার মিনা,গোয়ালপোখর পঞ্চায়েত সমিতির সহসভাপতি গোলাম রসুল, গোয়ালপোখর ব্লক আধিকারিক রাজু সেরপা,ইসলামপুর মহকুমাশাসক মনিশ মিশ্রা  সহ অনান্যরা।

নিজস্ব চিত্র

আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন বেনিফেসিয়ারীদের বিভিন্ন প্রকল্পের চেক দেওয়া হল।
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন রাষ্ট্র মন্ত্রী গোলাম রব্বানী জানান, রাজ্যের মূখ্যমন্ত্রী যেভাবে জেলা জেলা গিয়ে প্রশাসনিক বৈঠক করেন ঠিক সেই পদ্ধতিতেই উত্তর দিনাজপুর জেলা প্রশাসন একেক দিন জেলা একটি ব্লকে ব্লকে অঞ্চল ভিত্তিক জেলা প্রশাসনকে নিয়ে যাচ্ছেন গ্রামে মানুষদের সরকারি পড়িষেবা পৌঁছে দিতে।যার নাম দেওয়া হয়েছে গ্রাম সংযোগে প্রশাসন ।এই প্রকল্পের ফলে গ্রামের মানুষদের আর জেলা ছুটে যেতে হবে না তাদের গ্রামেই বসে সব ধরনের সুবিধা পাবে। জেলার ৯টি ব্লকেই এই গ্রাম সংযোগে প্রশাসন অনুষ্ঠিত হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here