অর্ধেন্দু বিশ্বাস,মুর্শিদাবাদঃ


পরীক্ষা শেষ! কী করা যায় ছাত্রছাত্রীদের নিয়ে?খুব ধকল গেছে তাই শিক্ষকরাই অভিনব কায়দাই মন জিতে নিল ছোট ছোট কচি কাঁচাদের।শিশুদের পড়ার ভার ও মানসিক চাপ কমাতে “পাপেট শো” অর্থাৎ পুতুলনাচের আয়োজন করেছিল সারগাছি চক্রের অন্তর্গত ৪৩নং বটতলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ।কচি কাঁচারা বাঘ,ভাল্লুক,সিংহ,শেয়াল,হাতি ও অসংখ্য পশুর হাতে তৈরি মুখোশ পরে ‘Who am I ?’, Story Telling’, নৃত্য ও গানে অংশগ্রহন করে।এর মাধ্যমে তারা স্বাস্থ্য বিধান,সুষ্ঠ আচরণ,পশুপ্রেম,ও ঐক্যবদ্ধভাবে কাজ করার পাঠ লাভ করে। বিদ্যালয়ের পাশাপাশি বাড়িতেও খাবার আগে ও শৌচের পরে সাবান দিয়ে হাত না ধোয়ার অপকারিতা সম্পর্কেও শিশুরা পাঠ লাভ করে। গান ও অভিনয়ের মাধ্যমে বইয়ের ভার কমার অনুভূতি তারা ব্যক্ত করে।এই অভিনব পদ্ধতিতে পাঠগ্রহনে কচি কাঁচারা খুব উৎসাহী ছিল।তাদের মধ্যে চতুর্থ শ্রেণীর ছাত্র ও শিশু সংসদের প্রধানমন্ত্রী মেহেদি মির্জা বলে,”আজ আমরা খুব আনন্দ পেয়েছি। এইরকম মজার মাধ্যমে ক্লাস হলে কোনদিন স্কুল ছুটি করবো না।” এই অভিনব শিক্ষা পদ্ধতির বিষয়ে গুয়াহাটি থেকে CCRT ট্রেনিং নিয়ে আসেন ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক দীপঙ্কর পাল ও পার্শবর্তী গুপিনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জেসমিন খাতুন মহাশয়া।এর উদ্দেশ্য সম্পর্কে জেসমিন মহাশয়া বলেন,” Joyful Learning” প্রতিটি শিশুর সার্বিক বিকাশের জন্য অত্যন্ত জরুরি। এই উদ্দেশ্যেই আজকের Puppet and Mask Show-র আয়োজন।এই ধরনের প্রয়াস আগামীতেও চলতে থাকবে।” শিক্ষক অভিভাবক সবার আশা এই ধরনের প্রয়াস স্কুলছুট ও শিশুদের পড়ার প্রতি ভীতি কমাতে বিশেষ সাহায্য করবে।

আরও পড়ুনঃ বনদফতরের পাতা খাঁচায় ধরা পড়ল চিতা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584