কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
এ যেন রূপকথার রাজকুমার এলেন ,দেখলেন আর জয় করলেন। আসলেই তাই, ২১ বছরের কিয়ান নাসিরি আজকের ডার্বি ম্যাচের নায়ক। দীর্ঘদিন রিজার্ভ বেঞ্চে বসে থাকা ফুটবলার কিয়ান নাসিরি কে ডার্বি ম্যাচে নামিয়ে চমকে দেন মোহনবাগানের কোচ। কোচের ভরসার যথাযথ মর্যদা রেখেছেন এই তরুণ ফুটবলার। এদিন মোহনবাগান কোচ মিরণ্ডা ফেরান্ড একটা পরিবর্তনে ম্যাচের ফলাফল পরিবর্তন করে দেন। জামশেদ নাসিরি-র ছেলে ২১ বছরে কিয়ান নাসিরি হ্যাটট্রিক করে কলকাতা ডার্বি মোহনবাগানকে ৩-১ গোলে জিতিয়ে দেয়।বাবা জামসেদ নাসিরি একসময় কলকাতার তিন প্রধান ক্লাবে দাপিয়ে খেলেছেন। তাঁর সুযোগ্য সন্তান কিয়ান্ নাসিরী শনিবার আইএসএলে ডার্বি ম্যাচে একাই এটিকে মোহনবাগানকে জিতিয়ে খেতাব জয়ের আশা জিইয়ে রাখলেন।

শনিবার গোয়ার ফাতরদার পন্ডিত জহরলাল নেহেরু আন্তর্জাতিক স্টেডিয়ামে কলকাতার ডার্বিতে দুই দল প্রথম থেকে রক্ষণাত্মক ফুটবল খেলে। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হলে দ্বিতীয়ার্ধের শুরুতেই মোহনবাগানকে আক্রমনাত্মক ফুটবল খেলতে দেখা যায়।কিন্তু ম্যাচের ৫৬ মিনিটের মাথায় কর্নার কিক পায় ইস্টবেঙ্গলের বিদেশি ফুটবলার পেরিসেভিচের কর্নার থেকে সিওডল গোল করে দলকে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন।
গোল খেয়ে মোহনবাগান কোচ ফেরান্ড ৬১মিনিট নাগাদ দীপক টেংরি র পরিবর্তে জামশেদ নাসিরির ছেলে ২১ বছরের সুপারসাব কিয়ান নাসিরি কে মাঠে নামিয়ে ফুটবলবিশেষজ্ঞদের সকলকে অবাক করে দেন। ম্যাচের ৬৪ মিনিটে মাঠের বাঁ দিক থেকে লিস্টন কোলাসো শট ইস্টবেঙ্গল ডিফেন্সের খেলোয়াড় হেডে ক্লিয়ার করতে কিয়ান নাসিরি কাছে চলে আসে চলন্ত বলে ডান পায়ের প্লেসিং ১-১ করে দেন। এর ঠিক তিন মিনিট পর লিস্টন কোলাসোকে ইস্টবেঙ্গলের অমরজিৎ অবৈধ ভাবে বক্সের মধ্যে ফেলে দিলে রেফারি পেনাল্টি দেন। কিন্তু ডার্বি ম্যাচের চাপে এটিকে মোহনবাগানের উইলিয়ামসের শট বারপোস্টের উপর দিয়ে উড়ে যায়। এসময় ইস্টবেঙ্গল কয়েকটা সুযোগ পেলেও তা গোলে পরিণত করতে পারেনি । ইস্টবেঙ্গলের হামতের দুরন্ত শট অত্যন্ত তৎপরতার সঙ্গে মোহনবাগানের গোলকিপার আমরিন্দার সেভ করে দেয়। ম্যাচ যখন ড্র দিকে এগিয়ে যাচ্ছিল এমত অবস্থায় লিস্টন কোলাসো শট বারে লেগে ফিরে আসলে চলন্ত বলে ডান পায়ের দুরন্ত ভলিতে কিয়ান নাসিরি ২-১ করে দেন। ম্যাচের অতিরিক্ত মিনিটে মানবীরের কাছ থেকে রিফ্লেক্ট হওয়া বলে দুরন্ত গোল করে নিজের হ্যাটট্রিক ও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এই ২১ বছরের ফুটবলার কিয়ান নাসিরি।
এই জয়ের ফলে লীগ তালিকায় আট থেকে চার নম্বরে উঠে এলো এটিকে মোহনবাগান ।লীগ তালিকার শীর্ষে হায়দ্রাবাদের থেকে ৪ পয়েন্ট পিছিয়ে।১১ ম্যাচে ১৯ পয়েন্ট পেয়ে লীগ জয়ের আশা জিইয়ে রাখল এটিকে মোহনবাগান। অন্যদিকে এই ম্যাচ হারের ফলে লীগ তালিকায় শেষ স্থানেই রইল ইস্টবেঙ্গল। এদিনের ম্যাচের সেরা ২১ বছরে ফুটবলার জামশেদ নাসিরি ছেলে কিয়ান নাসিরি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584