নিজস্ব সংবাদদাতা,বালুরঘাটঃ
আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য লিটন মহন্ত।ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় । মঙ্গলবার বিকালে বালুরঘাট আর্যসমিতি এলাকায় একটি মোটর বাইকের পিছনে যাওয়ার সময় পুলিশের নাকা চেকিং-এ লিটন মহন্তের কাছ থেকে অস্ত্রগুলি উদ্ধার করে । এর আগে তৃণমূল কংগ্রেসের প্রক্তন পঞ্চায়েত প্রধান লগিন দাসও অস্ত্র মামলায় জেলে আছে।তৃণমুলের শ্রমিক নেতা রাকেশ শীলও একইভাবে অস্ত্র মামলায় জেলে রয়েছে।
একের পর এক তৃণমূল নেতাদের কাছ থেকে এভাবে পিস্তল উদ্ধারের ঘটনায় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।তৃণমূল বিরোধীদের দাবী,সমস্থ অস্ত্র এখন তৃণমূল নেতাদের কাছে।অস্ত্র দেখিয়েই তাদের ভোটে জেতার অভ্যাস হয়েছে।বালুরঘাট থানার পুলিশ সূত্রে খবর প্রসঙ্গত, বালুরঘাট খানপুরের বাসিন্দা এবারের পঞ্চায়েত নির্বাচনে বালুরঘাট পঞ্চায়েত সমিতি থেকে জয় লাভ করে।এর আগে লিটন মহন্ত কংগ্রেসের নেতা ছিলেন।পুলিশ জানিয়েছে,লিটন মহন্তের নামে আরও অনেকগুলি পুরানো মামলা রয়েছে।এর আগে তাকে দুষ্কৃতিরা গুলিও করেছিল। এদিন পিস্তল নিয়ে যাওয়ার সময় বালুরঘাট শহরের আর্য সমিতির কাছে হাতেনাতে ধরে ফেলে পুলিশ।বুধবার তাকে বালুরঘাট জেলা আদালতে পাঠানো হয়।
আরও পড়ুনঃ পারিবারিক বিবাদে গুরুতর আহত পুলিশ কনস্টেবলের স্ত্রী সন্তান
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584