এবার এটিকে সমর্থকরা এগিয়ে এলেন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে

0
62

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

football fan | newsfront.co

ফের বিতর্ক এটিকে-মোহনবাগানের। সবুজ-মেরুণ জার্সি, লোগো, তিন তারা সরানো, জয় মোহনবাগান ও মেরিনার্স সব কিছু থাকতেও মোহনবাগান সমর্থকরা ক্ষোভ মেটান। এবার ক্ষিপ্ত এটিকের সমর্থকরা। সংখ্যায় কম হলেও গত ছয় বছর ধরে কলকাতার এই ফ্র্যাঞ্চাইজিকে সমর্থন করে এসেছেন অনেক ফুটবলপ্রেমী। আর এবার এই সংযুক্তিকরণের পরে নিজেদের টিকে রাখতে লাল সাদা সমর্থকরা এগোচ্ছেন।

এটিকে ফ্যান বেস নামক একটি ফ্যান ফোরাম গতকাল সাত দফার দাবি নিয়ে একটি খোলা চিঠি লিখেছেন কর্নধার সঞ্জীব গোয়েঙ্কার উদ্দেশ্যে। সেই চিঠিতে তারা লিখেছে, “আমরা আপনাকে মনে করিয়ে দিতে চাই যে, আমরা সেই সকল ভুলে যাওয়া এটিকে সমর্থক যারা শর্তহীনভাবে এটিকে এফসিকে সমর্থন করতাম।

আমরা মোহনবাগানকেও শ্রদ্ধা করি, কিন্তু স্যার, সংযুক্তিকরণের পর এটিকে সমর্থকদের শুধু এই নাম ছাড়া আর কিছুই সমর্থন করার নেই। আমরা তিনবারের চ্যাম্পিয়ন, আমরা আরও বেশি পাওয়ার যোগ্য। মোহনবাগান ভারতবর্ষের সব থেকে পুরোনো ক্লাব, কিন্তু তাদের সমর্থকরা আমাদের সাথে খুব খারাপ আচরণ করেন এবং ওনারা এটিকে এফসিকে সম্মান করেন না।”

আরও পড়ুনঃ নবম ব্যাটসম্যান হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি রুটের

তাঁদের দাবিগুলো হল এরকম –

এটিকের জার্সি ফিরিয়ে আনা হোক। এটিকে-মোহনবাগানে এটিকে এফসির আরও বেশি প্রাপ্য আমাদের তিন তারা ফিরিয়ে আনা হোক আমাদের চ্যাম্পিয়নস তকমা ফিরিয়ে আনা হোক ‘জয় মোহনবাগান’ এর পাশাপাশি ‘আমার বুকে এটিকে’ স্লোগান ও হ্যাশট্যাগ ব্যবহার করা হোক। আমরা মেরিনার্স নই, আমরা বাংলা ব্রিগেড। তাই আমাদের মেরিনার্স বলে ডাকা চলবে না।

এতদিন ছিল মোহনবাগান সমর্থকদের চাপ তারা সিএসসি অফিস ঘেরাও করেন পোস্টার মারেন নিজেদের আবেগকে বাঁচাতে এবার এটিকে সমর্থকদের চাপ এবার দেখান সঞ্জীব গোয়েঙ্কা কি করে বিষয়গুলো সামাল দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here