অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
হাবাসের ব্যালেন্স ফুটবল আর তাতেই কিস্তিমাত। এই মরসুমের অন্যতম খারাপ ফর্মের দল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি’কে ২-০ গোলে হারাল এটিকে-মোহনবাগান। প্রথম পর্বেও বেঙ্গালুরুকে ১-০ গোলে পরাজিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
চলতি আইএসএলে সবুজ মেরুন জার্সির দল দ্বিতীয়ার্ধে আক্রমণ নির্ভর ফুটবল খেলে কিন্তু এদিন প্রথমার্ধেই তারা খেলায় আক্রমণ গড়ে তোলে।
ম্যাচের ৩৬ মিনিটের মাথায় রয় কৃষ্ণকে নিজেদের বক্সেই ফাউল করে বসেন বেঙ্গালুরুর প্রতীক। সেই পেনাল্টি পেয়ে ৩৭ মিনিটে স্পট কিক থেকে গোল করে মোহনবাগানকে ১-০ এগিয়ে দেন রয়। আর প্রথমার্ধ শেষ হওয়ার কিছু আগে ৪৪ মিনিটে বাগানের হয়ে দ্বিতীয় গোল করেন মার্সেলিনহো।
আরও পড়ুনঃ ইংল্যান্ড যোগ্য দল হিসেবেই জিতেছেঃ বিরাট
এরপর দ্বিতীয়ার্ধেও গোলের সুযোগ তৈরী করে মোহনবাগান। কিন্তু গোল হয়নি শেষ মিনিটেও মনবীরের একটি জোড়ালো শর্ট বারে লেগে ফিরে আসে তবে মধুর জয় পেয়ে প্লে অফের অংক শুরু করে দিচ্ছেন হাবাস। অন্যদিকে মাথা নিচু করে মাঠ ছাড়লেন ভারতীয় ফুটবলের আইকন সুনীল ছেত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584