স্বাদবদলে মুড়ির দোকানের দরজা ভেঙ্গে মুড়ি খেয়ে প্রাতরাশ সারলো হাতি

0
136

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

সবে ভোর হতে চলেছে, এমন সময় কড়কড় মড়মড় শব্দে ঘুম ভাঙ্গতেই উঠে দেখে এক গজরাজ দোকানের শাটার ভেঙ্গে মুড়ির বস্তা খুলে জমিয়ে মুড়ি খাচ্ছে।দেখেই চক্ষু চড়কগাছ দোকানের মালিকের।সামনের দাঁড়িয়ে রয়েছে মর্তমান স্বয়ং গজরাজ।পরে কিছুটা ধাতস্থ হয়ে চিৎকার শুরু করে। তাঁর চিৎকারে প্রতিবেশী আর প্রাতঃভ্রমণকারীর ছুটে এসে তারাও প্রথমে হতভম্ব হয়ে পড়ে।পরে চিৎকার চেঁচামেচি করে গজরাজকে কোনো রকমে দোকানের সামনে থেকে সরিয়ে দেয়।মানুষের চিৎকারে হয়তো তার ভোজনের ব্যাঘাত ঘটছিল তাই একবস্তা মুড়ি শুঁড়ে তুললে নিয়ে জঙ্গলের দিকে নিজের এলাকায় চলে যায়।

এই দোকান ভেঙেই মুড়ি খেল হাতি।নিজস্ব চিত্র

আজ ভোরে এমন এক ঘটনার চাক্ষুষ সাক্ষী রইলো গোয়ালতোড়ের অনেকেই।মুড়ি দোকানের মালিক বিশ্বরুপ সাহা বলেন ভোরের দিকে একটা দাঁতাল হাতি এসে মুড়ি দোকানের শাটার ভেঙ্গে মুড়ি খেয়ে নষ্ট করে চলে যায়।গত বছরও একটি হাতি এসে শাটার ভাঙ্গে।এই ভাবে বছরের পর বছর চলতে থাকলে খুব সমস্যায় পড়বো। গত বারের ক্ষতিপূরন এখনো পায়নি। বনদফতর অবিলম্বে হাতি অন্যত্র সরিয়ে নিয়ে যাক।মুড়ি দোকানের শাটার ভাঙ্গার আগে গজরাজ একটি ধানের গোলার শাটার ভাঙ্গে আসে। নিন্দুকেরা বলেন,ধান তো প্রায় রোজেই খাচ্ছে।তাই ধানের গোলার শাটার ভাঙ্গলেও ধান না খেয়ে মুড়ি খেয়েছে মুখের স্বাদ পরিবর্তনের জন্য।
বনদপ্তর সুত্রে জানা গিয়েছে গোয়ালতোড় ও মাইলিসাই রেঞ্জের বনাঞ্চলে দু’একটি আবাসিক হাতি রয়েছে। তাদেরই একটি খাবারের সন্ধানে বেরিয়ে এই কান্ড ঘটিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here