কৃষ্ণর গোলে জয়ের ট্রাকে টিম হাবাস

0
90

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

মান বাঁচালেন সেই রয় কৃষ্ণ। আর কৃষ্ণর লীলাতে জয়ের ট্রাকে ফিরলো এটিকে -মোহনবাগান। এফসি গোয়াকে ১-০ গোলে হারিয়ে ফের জয়ের রাস্তায় ফিরল এটিকে মোহনবাগান। পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোল করে যান তিনি রক্ষণাত্মক কোচের তকমা জুটে গিয়েছে। সেই অপবাদ ঘোচানোর জন্যই কিনা জানা নেই, তবে হাবাস এদিন তিন স্ট্রাইকার- কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস এবং মনবীর সিংকে রেখেই প্রথম একাদশ।

Roy Krishna | newsfront.co

প্রথমার্ধ বেশ ভালো ফুটবল খেলে টিম হাবাস। ডেভিড উইলিয়ামস চোট থেকে সদ্য ওঠায় সেরা ছন্দে এদিন ছিলেন না। ৪০ মিনিটে বিরতির ঠিক আগেই তিনি এগিয়ে দিতে পারতেন দলকে। তার শট বারপোস্টে লেগে ফিরে আসে। গোয়া বেশ ভালো ভাবেই সবুজ মেরুন ব্রিগেডকে আটকে রাখে।

আরও পড়ুনঃ কাশ্মীরের কাছে হেরে শিল্ড থেকে বিদায় মহামেডানের

প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধেও কোনো গোল হয় নি। ম্যাচে যখন নিশ্চিত ড্র দিকে গড়াচ্ছে, তখনই বক্সের মধ্যে রয় কৃষ্ণ কে তাঁকে ফাউল করেন আইবান। ৮৫ মিনিটে সেই পেনাল্টি পেয়ে গোল করে দলের জয় নিশ্চিত করেন কৃষ্ণ। এদিনও তাকে গোটা ম্যাচ বেশ ফুরফুরে লাগে চলতি আইএসএলে পাঁচ গোল হয়ে গেল তাঁর।

আরও পড়ুনঃ ৭৪ বছর পর শিল্ড ফাইনালে জর্জ

এরপর পাঁচ মিনিটের অতিরিক্ত সময়ে এফসি গোয়া প্রায় সমতা ফিরিয়ে দিচ্ছিল গামার দুরন্ত শটে ভর করে। ৩৫ গজ দূর থেকে বাঁ পায়ে জোরালো শট নিয়েছিলেন তিনি। তবে অরিন্দম ভট্টাচার্য দেবজিতের পরে বাংলা থেকে তিনিও ভালো ছিলেন তিন কাঠির নিচে। জিতে লিগ টেবিলে দুই নম্বরে টিম হাবাস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here