নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বকেয়া মজুরির দাবিতে বুধবার কাজ বন্ধ করে গেট মিটিংয়ে শামিল হয়ে বিক্ষোভ দেখাল মাদারিহাট বীরপাড়া ব্লকের মাকরাপাড়া চা বাগানের শ্রমিকরা। এদিন সংশ্লিষ্ট চা বাগানের শ্রমিকরা বাগান গেটের সামনে সমবেত হয়ে তাদের প্রাপ্য মজুরি অবিলম্বে মেটানোর দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন। চার মাস ধরে মজুরি পাচ্ছেন না বলে তারা জানান।

এমনকি পিএফের টাকা থেকেও বঞ্চিত হচ্ছেন। চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের সেন্টাল কমিটির সহ সভাপতি মান্নালাল জৈন বলেন,”শ্রমিকরা চার মাসের মজুরি পাচ্ছেন না। ২০০৬ থেকে পি এফের টাকা বাকি, অবসরের পরেও কিছু পাচ্ছে না।” তিনি অভিযোগ করে আরো বলেন, চা বাগানের ফাকা জমিতে চা গাছ না লাগিয়ে পিগারি করা হচ্ছে, যা কিনা সম্পূর্ণ বে আইনি। তিনি অবিলম্বে শ্রমিকদের বকেয়া সহ অন্যান্য সমস্যা মেটাবার দাবি জানান।
আরও পড়ুনঃ হাথরাসে ভেজাল মশলা কারখানা সিল করল পুলিশ, মেশানো হত গাধার মল অ্যাসিড
দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলেও জানান তিনি। সংশ্লিষ্ট বাগান ম্যানেজার উত্তম মুখার্জি বলেন, পিগারি সম্পর্কে তিনি কিছু জানেন না। এছাড়া খুব শীঘ্রই সেপ্টেম্বর মাসের মজুরি দিয়ে দেওয়া হবে। এছাড়া জানুয়ারি ফেব্রুয়ারীর মধ্যেই অক্টোবর এবং নভেম্বর মাসের বেতন মিটিয়ে দেয়া হবে। তবে রুগ্ন বাগান বাঁচাতে শ্রমিকদের সহযোগিতা চান বলে জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584