ATK Mohunbagan vs Hyderabad FC: জয়ে ফিরল মোহনবাগান

0
50

কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ

লীগের শীর্ষে থাকা হায়দ্রাবাদ সিটিকে ২-১ গোলে হারিয়ে চতুর্থ নম্বরে উঠে এলো এটিকে মোহনবাগান। মঙ্গলবার গোয়ার বোম্বলিম আন্তর্জাতিক এথেলাটিক স্টেডিয়ামে আইএসএল এর গুরুত্বপূর্ণ ম্যাচে লিস্টন কলাসো ও মানবীর সিংয়ের গোলে মোহনবাগান লিগের শীর্ষে থাকা হায়দ্রাবাদ সিটি এফসিকে হারিয়ে লীগ তালিকায় চার নম্বরে উঠে এলো। এদিন ম্যাচের প্রথম থেকে রাশ নিজের হাতে তুলে দেয় মোহনবাগান। যদিও আক্রমণ প্রতিআক্রমনে ম্যাচ চলছিল। এমত অবস্থায় মোহনবাগান প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ লাভ করলেও তার সদ্ব্যবহার করতে পারেনি।

ATK Mohunbagan vs Hyderabad FC

এদিনের এই ম্যাচের প্রথমার্ধে মোহনবাগানের আক্রমনের প্রধান কারিগর ছিল হুগো বৌমৌস ও ডেভিড উইলিয়াম বেশ কয়েকটি সুযোগ নষ্ট না হলে মোহনবাগান ইতোমধ্যেই এগিয়ে যেতে পারতো। কিন্তু ম্যাচের প্রথমার্ধে চোটের জন্য হুগো বৌমৌস ও কার্ল ম্যাকহিউকে তুলে নিয়ে যথাক্রমে জনি কাউকে ও কিয়ান নাসিরীকে নিয়ে আসেন মোহনবাগান কোচ জোয়ান ফানান্দ ।ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হলে দ্বিতীয়ার্ধে মোহনবাগান ঝাঁপিয়ে পড়ে তিন পয়েন্টের জন্য।

ম্যাচের ৫৬ মিনিট নাগাদ নিজেদের অর্ধে থেকে মোহনবাগানের ডেভিড উইলিয়ামসের থ্রো পাস থেকে অসাধারণ গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন লিস্টন কলাসো। এই নিয়ে সিজিনে মোট ছটা গোল করলেন এই ভারতীয় খেলোয়াড়। এর ঠিক তিন মিনিট পর মানবীর সিং কাউকের পাশ থেকে বক্সের মধ্যে এক ডিফেন্ডার ও গোলকিপার শংকর কাটিমনিকে কাটিয়ে দুরন্ত গোল করে মোহনবাগানকে ২-০ গোলে এগিয়ে দেয়। তিন মিনিটের মাথায় পরপর দুটো গোল খেয়ে অনেকটা কোণঠাসা হয়ে যায় হায়দ্রাবাদ সিটি এফসি। কিন্তু ৬৭ মিনিটের মাথায় মোহনবাগান গোলরক্ষক আমৃন্দের সিংয়ের সেভ করা ফিরতি বল থেকে দুর্দান্ত গোল করেন হায়দ্রাবাদ এফসি জুয়েল চিয়ানীস। গোলসি টু মোহনবাগান আক্রমণ আরো জোরালো হয়ে উঠে মাণবীর সিং ও লিস্টন কোলাসো এবং কিয়ান নাসিরী ত্রিফলা আক্রমণে বারবার হায়দ্রাবাদের রক্ষনে ত্রাস হয়ে উঠেন। ম্যাচে ৮৫ মিনিটে দিনের সবচেয়ে সহজ সুযোগ ফাঁকা গোলে বল মারতে ব্যর্থ হন লিস্টন কোলাসো।

আরও পড়ুনঃ ইংল্যান্ডকে হারিয়ে পঞ্চমবারের মত যুব বিশ্বকাপের শিরোপা জিতল ভারতীয় যুব দল

এছাড়াও তিনি ম্যাচের অতিরিক্ত সময়ে গোল নষ্ট না করলে মোহনবাগান এই দিন বড় ব্যবধানে জয়লাভ করে মাঠ ছাড়তো। অবশ্য এই দিনে জয়লাভের ফলে মোহনবাগান লীগ তালিকায় চার নম্বরে উঠে গেল। অপরদিকে হায়দ্রাবাদ লীগ তালিকায় শীর্ষে রইল । ম্যাচের সেরা লিস্টন কোলাসো।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here