হাফ ডজন গোল খেয়ে মাঠ ছাড়লো মোহনবাগান

0
60

কবির হোসেন, স্পোর্টস ডেস্ক:

ছবি সংগৃহীত

হাফ ডজন গোলে হারল এটিকে মোহনবাগান। বুধবার সন্ধ্যায় তাসখন্দের কারসি স্টেডিয়ামে এএফসি কাপের  ইন্টার রিজিওনাল সেমিফাইনাল ম্যাচে উজবেকিস্তানের এফসি নাসাফ কাছে কার্যত পর্যদুস্ত হয় মোহনবাগান। ম্যাচের চার মিনিটের মধ্যে প্রীতমের আত্মঘাতী গোলে পিছিয়ে যায় মেরিনার্সরা। এর পর শুধু গোলের উৎসব।উইংস বরাবর আক্রমনে নাজেহাল হয়ে যায় মোহনবাগান। রক্ষণের প্রীতম ও মার্ক হিউজের ছন্দে অভাবও লক্ষ্য করা যায়।মাঝমাঠে রয় কৃষ্ণ ও ডেভিড উইলিয়ামকে খুঁজে পাওয়া যায়নি প্রথমার্ধে।প্রথম কুড়ি মিনিটে তিনটি গোল হজম করতে হয় মেরিনার্সদের। নারচয়েভ নাসাফের হয়ে হ্যাট্রিক করেন।বিরতি আগে পাঁচ গোলে পিছিয়ে পড়ে মোহনবাগান।

দ্বিতীয়ার্ধে অনেকটা ঝলমলে দেখছিল মেরিনার্স দের মাঝমাঠ অনেকটা জমাট।রয় কৃষ্ণা নাসফের রক্ষণে নাড়া দেন, কিন্তু বিশেষ কোন লাভ হয়নি। ৭১মিনিটের মাথায় নাসফের হয়ে ছয় নম্বর গোলটি করেন নারজুল্লায়েভ।

উজবেকিস্তান সফরের আগে মোহনবাগান কোচ ৬দিনের বিশেষ ক্যাম্প করেন দুবাইয়ে। তারপর এমন লজ্জাজনক ফল মোহনবাগান সমর্থকদের হতাশ করেছে।  মেরিনার্সদের স্প্যানিশ কোচ হাবাসের  ম্যাচ পরিকল্পনা নিয়েও উঠছে  প্রশ্ন ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here