সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
স্থানীয় মৎস্যজীবী ও নামখানা থানার উদ্যোগে গভীর সমুদ্র থেকে বেঁচে ফিরলেন ৪২ জন পর্যটক।
সোমবার সকালে সুন্দরবনের কাঁকড়ামারি চড়া থেকে লঞ্চে করে পর্যটকদের উদ্ধার করে নিয়ে আসেন নামখানা থানার পুলিশ।সকাল ১১টা নাগাদ নামখানা ঘাটে লঞ্চ থেকে নামেন উদ্ধার হওয়া পর্যটকেরা।তবে তখনও পর্যন্ত আতঙ্কের ছাপ ছিল পর্যটকদের চোখে মুখে।
উদ্ধার হওয়া পর্যটক দলের এক সদস্য রঞ্জন প্রধান জানান,৪২ জনের একটি দল সুন্দরবন ভ্রমনের উদ্দেশ্যে হলদিয়া থেকে এসেছিলেন।এরপর তাঁরা একটি লঞ্চের সঙ্গে চুক্তি করেন।লঞ্চে মধ্যে ৩ দিন থেকে সুন্দরবন ভ্রমণের পর,ফিরে যাওয়ার কথা তাঁদের কিন্তু রবিবার রাতে হঠাৎই লঞ্চটিতে একটি বিকট শব্দ হয়।এরপরই তাঁরা দেখেন,লঞ্চের নিচের তালা ফেটে গিয়ে লঞ্চের ভেতরে জল ঢুকতে শুরু করেছে।এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকেরা।তাঁদের চিৎকারে ছুটে আসেন আশেপাশের ছোট ডিঙ্গি নৌকার মৎস্যজীবীরা। মৎস্যজীবীদের তৎপরতায় লঞ্চটি টেনে টেনে একটি চড়ার কাছে নিয়ে যাওয়া হয়।
এরপরই পর্যটকেরা যোগাযোগ করেন হলদিয়ার কাউন্সিলারের সঙ্গে।তিনিই উদ্যোগ নিয়ে খবর দেন বিভিন্ন দপ্তরে।খবর আসে নামখানা থানায়। শেষ পর্যন্ত নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজু বিশ্বাসের নেতৃত্বে উদ্ধারকারী দল সুন্দরবনের কাঁকরামারি চড়া থেকে পর্যটকদের উদ্ধার করেন।স্থানীয় মৎস্যজীবী ও পুলিশ প্রশাসনের তৎপরতায় খুশি সকল পর্যটক।সকাল সাড়ে ১১টা নাগাদ পুলিশের উদ্যোগে একটি বাসে করে হলদিয়ার পথে রওনা দিয়েছেন উদ্ধার হওয়া ৪২ জন পর্যটক।
আরও পড়ুনঃ নেতাই কাণ্ডের অষ্টম বর্ষে শুভেন্দু অধিকারীর সভা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584