ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
This guy was easily 1.5 to 2 miles away!!
Rip to the person that captured this closeup. It was a livestream. This just so scary.#Beirut #بيروت #Lebanon #BeirutBlast #لبنان pic.twitter.com/R56AHqziiV— Haya Noor PTI (@ImHaya__Noor) August 5, 2020
বেইরুট বিস্ফোরণে এখন পর্যন্ত কমপক্ষে ৭৮ জন নিহত ও ৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে।
A video I received on WhatsApp of the scalr of explosion in #Beirut, confirming it was at the port. pic.twitter.com/bIkcyfsi0o
— Bissan Fakih (@BissanCampaigns) August 4, 2020
বিস্ফোরণে কম্পনের মাত্রা এত ছিল যে লেবাননের গোটা রাজধানীই ভূমিকম্পের মত কেঁপে ওঠে। ঘটনায় এখন পর্যন্ত ৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছে, মৃত্যু হয়েছে কমপক্ষে ৭৮ জনের, প্রচুর বাড়ি ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু সম্পত্তির।
https://www.instagram.com/p/CDeQtmNpJEU/?igshid=16y4l3gbn2gb9
বেইরুট এর বন্দর এলাকায় বিস্ফোরণ টি ঘটে।২৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট সঞ্চিত ছিল ওই এলাকায়। সে কারণেই বিস্ফোরণের এত তীব্রতা বলে জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584