বাদশার ‘গেন্দা ফুলের’ বিরুদ্ধে পুলিশ কমিশনারেটের কাছে অভিযোগ জানাল ‘আত্মদীপ’

0
162

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

সম্প্রতি প্রকাশ্যে এসেছে গায়ক বাদশার ‘গেন্দা ফুল’ গানটি। মুক্তি পাওয়া মাত্রই জনপ্রিয়তা লাভ করে ‘গেন্দা ফুল’। এই গানটি মূলত পাঞ্জাবি ভাষায় গেয়েছেন বাদশা। তবে গানটির মধ্যে একটি বাংলা গানের দুটি লাইন ব্যবহার করা হয়েছে। যে গানটি ১৯৭২ এ লিখেছিলেন বীরভূমের লোকশিল্পী রতন কাহার।অতএব ‘গেন্দা ফুল’ গানের কথা ও সুর শুধুমাত্র বাদশার নয়।

Genda phool | newsfront.co
ছবি-ইউটিউব

রতন কাহারের লেখা ‘বড় লোকের বিটি লো লম্বা লম্বা চুল’ গানটির দুটি লাইনও বাদশার গানের মধ্যে অন্তর্ভুক্ত আছে। কিন্তু তা সত্ত্বেও রতন কাহারকে কোন কৃতিত্ব না দিয়ে ‘গেন্দা ফুল’ গানটির বিবরণে কেবলমাত্র বাদশার নাম লেখা হয়েছে। এই বিষয়টি নিয়ে সরব হয়েছে সোশ্যাল মিডিয়া। লোকশিল্পী রতন কাহারকে যথাযথ সম্মান না জানানোয় বিতর্কে জড়িয়ে পড়েন বাদশা।

Jacqueline | newsfront.co
ছবি-ইউটিউব

আরও পড়ুনঃ হোম কোয়ারেন্টাইনের পোস্টার সাঁটানোতে ফের বাধা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর

নেটিজেনদের তৎপরতায় বাদশা ভুল স্বীকার করেন এবং রতন কাহারের পাশে দাঁড়াবেন বলেও আশ্বাস দেন। এরই মধ্যে ‘গেন্দা ফুল’ গানটির কথাগুলোর অর্থ কুরুচিকর হওয়ায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তরঃগত বীজপুর থানায় অভিযোগ জানায় ‘আত্মদীপ’।

Badshah song | newsfront.co
ছবি-ইউটিউব

আরও পড়ুনঃ করোনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ধৃত দুই ব্যক্তি

আত্মদীপ হল একটি সংস্থা। যারা কর্তব্য ও অধিকারের কথা বলে। সম্প্রতি ‘গেন্দা ফুল’ গানের ভিডিওটির তীব্র নিন্দা করে একটি বিজ্ঞপ্তি দিয়ে মিউজিক ভিডিওটির পরিচালক, গায়ক, প্রযোজক সহ সোনি মিউজিক ইণ্ডিয়ার বিরুদ্ধে বীজপুর থানায় এফআইআর দায়ের করেন আত্মদীপের সভাপতি প্রসূন মৈত্র।

জানা যায়, আত্মদীপ বাদশার এই গানে ব্যবহৃত আপত্তিকর কথাগুলো বদলে অন্য কথা দিয়ে কোম্পানিকে ভিডিওটি আবার তৈরি করার কথা বললেও, তাতে কর্ণপাত করেনি কোম্পানি। সেই কারণে সাবধানবাণীর সময়সীমা অতিক্রম হয়ে যেতেই পুলিশে অভিযোগ জানান ‘আত্মদীপ’ এর সদস্যরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here