শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
এক সঙ্গে করোনা পজিটিভ রিপোর্ট এল এক ল্যাব টেকনিশিয়ান এবং কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এক আধিকারিকের। সোমবার রাতে জানা গিয়েছে এই রিপোর্ট। এদের মধ্যে ল্যাব টেকনিশিয়ান আগরপাড়া এবং কলকাতা পুলিশ আধিকারিক খড়দার বাসিন্দা। দু’জনকেই এমআরবাঙুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

প্রসঙ্গত, ২ দিন আগে সাগরদত্ত হাসপাতালে ২ জন সাফাইকর্মীর করোনা পজিটিভ রিপোর্ট আসে। তারপর যে ৩৬ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল, তাদের একজন ছিলেন আগরপাড়ার বাসিন্দা ওই কর্মী। হাসপাতালে ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসাবে কর্মরত ছিলেন তিনি। সোমবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। ওই ঘটনায় বন্ধ হয়ে যায় হাসপাতালের রেডিয়োলজি ও কমিউনিটি মেডিসিন বিভাগ। আক্রান্ত কর্মীকে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু হয়েছে। এদিন বাড়ির চারদিক ঘিরে দেয় প্রশাসন। ওই ব্যক্তি কারও সংস্পর্শে এসেছিলেন কি না তা জানার চেষ্টা চলছে। আক্রান্তের পরিবারের ৩ সদস্যকেও কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
অন্যদিকে, করোনা পজিটিভ রিপোর্ট এসেছে কলকাতা পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চের এক আধিকারিকেরও। গত ২৭ এপ্রিল জ্বর নিয়ে বাড়ি ফেরেন ওই আধিকারিক। খড়দার বাসিন্দা ওই আধিকারিক কিছুদিন ধরে জ্বর-সহ করোনার অন্যান্য উপসর্গে ভুগছিলেন তিনি। এর পর তাঁকে বারাসতের কদম্বগাছির করোনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। পুলিশ সূত্রে খবর, এতদিন পর্যন্ত যারা আক্রান্ত হয়েছেন, এদের প্রত্যেককেই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ময়দানে নামতে হত। কিন্তু স্পেশ্যাল ব্রাঞ্চের আধিকারিক কী করে করোনা আক্রান্ত হলেন তা জানতে তদন্ত শুরু করেছে লালবাজার। তাঁর রিপোর্ট পজিটিভ আসার পর পরিবারকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584