নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
AIMIM নেতা ও হায়দ্রাবাদের সাংসদ আসাদ-উদ্দিন ওয়াইসির গাড়ী লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। উত্তর প্রদেশের মিরাট থেকে নির্বাচনী প্রচার সেরে ফেরার সময় তাঁর গাড়ী লক্ষ্য করে গুলি চালায় দুই দুষ্কৃতি। তবে এই ঘটনায় কেউ আহত হননি।
গুলির আঘাতে ওয়াইসির গাড়ির টায়ার ফেটে যায়। ওয়াইসি টুইটারে লিখেছেন, “ আমরা সকলেই সুস্থ আছি, আলহামদু’লিল্লাহ।“ ওয়াইসি জানিয়েছেন যে, মিরাট থেকে ফেরার পথে দিল্লির কাছে এক টোল প্লাজা যেটি পশ্চিম উত্তরপ্রদেশের হারপুর এলাকায় পড়ে সেখানেই ঘটনাটি ঘটে। আততায়ীরা গুলি চালানোর পরেই বন্দুক ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।
कुछ देर पहले छिजारसी टोल गेट पर मेरी गाड़ी पर गोलियाँ चलाई गयी। 4 राउंड फ़ायर हुए। 3-4 लोग थे, सब के सब भाग गए और हथियार वहीं छोड़ गए। मेरी गाड़ी पंक्चर हो गयी, लेकिन मैं दूसरी गाड़ी में बैठ कर वहाँ से निकल गया। हम सब महफ़ूज़ हैं। अलहमदु’लिलाह। pic.twitter.com/Q55qJbYRih
— Asaduddin Owaisi (@asadowaisi) February 3, 2022
ওয়াইসি বলেন, “মিরাটের কিথৌরে একটি নির্বাচনী কর্মসূচী সেরে আমরা ফিরছিলাম। সে সময় আচমকা আমার গাড়ী লক্ষ্য করে ৩ থেকে ৪ রাউন্ড গুলি চালায় দুই দুষ্কৃতি। তখন আমরা ছাজার্সি টোল প্লাজার কাছে। সব মিলিয়ে ৩ থেকে ৪ জন দুষ্কৃতির দল ছিল সেখানে।“ টুইটারে ওয়াইসি লিখেছেন, “ আমার গাড়ীর টায়ার ফেটে যায়, ফলে অন্য একটি গাড়ীতে চড়ে আমি ফিরে আসি।“
আরও পড়ুনঃ এই প্রথমবার জনপ্রিয়তায় পতন ফেসবুকের, ধাক্কা শেয়ার মূল্যে ও বিজ্ঞাপন ব্যবসাতেও
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584