প্রয়াত এশিয়ান গেমসে স্বর্নজয়ী বক্সার ন্যাংগম ডিঙ্কো সিং

0
147

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

মাত্র ৪২ বছর বয়সে মারা গেলেন বক্সার ন্যাংগম ডিঙ্কো সিং। গত বছর মারণ ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে দিল্লিতে হাসপাতালে ভর্তি ছিলেন। রেডিয়েশনও দেওয়া হয় ডিঙ্কোকে। শারীরিক অবস্থার উন্নতি হলে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ইম্ফলে নিজের বাড়ি ফিরে যান। এরপর এপ্রিলে ফের অবস্থার অবনতি হলে নিয়ে আসা হয় দিল্লিতে।

dingko singh | newsfront.co
বক্সার ন্যাংগম ডিঙ্কো সিং। সৌজন্যেঃ দ্য হিন্দু

উল্লেখ্য, ২০১৭ সাল থেকেই ক্যানসারের সমস্যায় ভুগছিলেন ডিঙ্কো, জন্ডিসেও আক্রান্ত হন। ১৯৯৮-এ অর্জুন পুরস্কার ও এশিয়ান গেমসে সোনা জেতেন এই বক্সার। এরপর ২০১৩ সালে পদ্মশ্রী খেতাবও লাভ করেন ডিঙ্কো।

আরও পড়ুনঃ কানপুরে ভয়াবহ দুর্ঘটনা, বাস অটোর সংঘর্ষে মৃত্যু ১৭ জনের, আহত ৩০

বক্সিং জগত জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে অলিম্পিক্স পদকজয়ী বিজেন্দ্র সিং-ও টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here