নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
মাত্র ৪২ বছর বয়সে মারা গেলেন বক্সার ন্যাংগম ডিঙ্কো সিং। গত বছর মারণ ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে দিল্লিতে হাসপাতালে ভর্তি ছিলেন। রেডিয়েশনও দেওয়া হয় ডিঙ্কোকে। শারীরিক অবস্থার উন্নতি হলে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ইম্ফলে নিজের বাড়ি ফিরে যান। এরপর এপ্রিলে ফের অবস্থার অবনতি হলে নিয়ে আসা হয় দিল্লিতে।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকেই ক্যানসারের সমস্যায় ভুগছিলেন ডিঙ্কো, জন্ডিসেও আক্রান্ত হন। ১৯৯৮-এ অর্জুন পুরস্কার ও এশিয়ান গেমসে সোনা জেতেন এই বক্সার। এরপর ২০১৩ সালে পদ্মশ্রী খেতাবও লাভ করেন ডিঙ্কো।
My sincerest condolences on this loss May his life's journey & struggle forever remain a source inspiration for the upcoming generations. I pray that the bereaved family finds the strength to overcome this period of grief & mourning 🙏🏽 #dinkosingh
— Vijender Singh (@boxervijender) June 10, 2021
আরও পড়ুনঃ কানপুরে ভয়াবহ দুর্ঘটনা, বাস অটোর সংঘর্ষে মৃত্যু ১৭ জনের, আহত ৩০
বক্সিং জগত জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে অলিম্পিক্স পদকজয়ী বিজেন্দ্র সিং-ও টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584